×

সোশ্যাল মিডিয়া

সিএ প্রেস উইং

‘আইএসআই প্রধানের ঢাকা সফরের খবর মিথ্যা’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ০১:৪২ পিএম

‘আইএসআই প্রধানের ঢাকা সফরের খবর মিথ্যা’

সিএ প্রেস উইং। ছবি: সংগৃহীত

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধান লেফটেন্যান্ট জেনারেল অসিম মালিকের বাংলাদেশ সফরে আসার খবরটি মিথ্যা বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ফেসবুকে সিএ প্রেস উইংয়ের ভেরিফায়েড আইডিতে এ তথ্য জানানো হয়।

সংস্থাটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাতে জানায়, ‘আইএসআই প্রধান বাংলাদেশ সফর করেছেন বলে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে খবরটি প্রকাশিত হয়েছে, তা সত্য নয়।’

এর আগে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে অসিম মালিকের ঢাকা সফরের খবর প্রচার করা হয়। কথিত নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে ইকোনমিক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘অসিম মালিকের বাংলাদেশ সফরের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ ও পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে তথ্য বিনিময়ের একটি নেটওয়ার্ক তৈরি করা।’

আরো পড়ুন: ড. ইউনূসের ‘থ্রি জিরো’ আন্দোলনের প্রশংসায় আল গোর

তবে নয়াদিল্লি অভিযোগ করেছে, ‘এই সফরের ফলে বাংলাদেশ-ভারত সীমান্তে নাশকতামূলক কর্মকাণ্ড বাড়তে পারে। যা ভারতে অস্থিরতা সৃষ্টি করতে পারে।’

আরো বলা হয়, ‘জেনারেল মালিক গত মঙ্গলবার দুবাই হয়ে ঢাকায় পৌঁছান। বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান তাকে অভ্যর্থনা জানান।’

বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক ঐতিহাসিকভাবে শীতল হলেও সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতনের পর দুই দেশের মধ্যে সম্পর্ক কিছুটা উষ্ণ হয়েছে।

এ বিষয়ে বিশ্লেষকরা বলছেন, উভয় দেশে ক্রমবর্ধমান ভারতবিরোধী মনোভাব এই সম্পর্ক উন্নয়নে ভূমিকা রেখেছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তৃষ্ণার হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে ৮ গোল বাংলাদেশের

তৃষ্ণার হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে ৮ গোল বাংলাদেশের

শেখ হাসিনার পতনের পরে যেভাবে গঠিত হয় অন্তর্বর্তী সরকার

শেখ হাসিনার পতনের পরে যেভাবে গঠিত হয় অন্তর্বর্তী সরকার

ভিপি নুরকে ধর্ম নিয়ে রাজনীতি করতে নিষেধ করলেন ছাত্র নেতা মাহফুজ

ভিপি নুরকে ধর্ম নিয়ে রাজনীতি করতে নিষেধ করলেন ছাত্র নেতা মাহফুজ

চব্বিশের গণঅভ্যুত্থানে রাজধানীতে ৭০৭ মামলা, গ্রেফতার ৫,০৭৯ জন

চব্বিশের গণঅভ্যুত্থানে রাজধানীতে ৭০৭ মামলা, গ্রেফতার ৫,০৭৯ জন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App