আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে রক্তলাল চাঁদ
 
													কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৯ এএম
 
					৭ সেপ্টেম্বর দেখা যাবে রক্তিম চাঁদ বা ব্লাড মুনের মহাজাগতিক দৃশ্য। ছবি: সংগৃহীত
বছরের দ্বিতীয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে ঘটতে যাচ্ছে এক বিরল মহাজাগতিক ঘটনা। পুরো বিশ্ব যেমন প্রকৃতির এই বিস্ময়কর মুহূর্তের সাক্ষী হবে। একইসঙ্গে বাংলাদেশের মানুষও দেখতে পারবেন রক্তলাল চাঁদ।
আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) জানিয়েছে, এ বিরল চন্দ্রগ্রহণ ঘটবে টানা দুই দিন রোববার (৭ সেপ্টেম্বর) এবং সোমবার (৮ সেপ্টেম্বর)।
রোববার রাত ৯টা ২৭ মিনিট থেকে চাঁদ পৃথিবীর ছায়ায় প্রবেশ করতে শুরু করবে। এরপর রাত ১০টা ২৬ মিনিটে শুরু হবে আংশিক গ্রহণ। রাত ১১টা ৩০ মিনিট থেকে শুরু হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যা চলবে রাত ১২টা ৫৩ মিনিট পর্যন্ত। সর্বাধিক গ্রহণ ঘটবে রাত ১২টা ১১ মিনিটে।
আংশিক গ্রহণ শেষ হবে রাত ১টা ৫৬ মিনিট ৩১ সেকেন্ডে এবং পুরো গ্রহণের সমাপ্তি ঘটবে রাত ২টা ৫৬ মিনিটে।
এই সময়ে ব্লাড মুনের অপূর্ব দৃশ্য দেখা যাবে। পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসায় চাঁদের ওপর পড়বে পৃথিবীর ছায়া। পৃথিবীর বায়ুমণ্ডল প্রতিফলিত হয়ে আলো ছড়িয়ে দেওয়ার কারণে চাঁদ তখন হয়ে উঠবে রক্তিম লাল বা তামাটে রঙের।
আবহাওয়া অনুকূলে থাকলে বাংলাদেশ থেকেও খালি চোখে এই বিরল মহাজাগতিক দৃশ্য উপভোগ করা যাবে।

 
																	 
																	 
																	 
																	 
																	 
																	 
																	 
																	 
																	 
																	