১৪৯ রানে অলআউট বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৭ পিএম

ছবি: বিসিবি
চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ভারতের ৩৭৬ রানের জবাবে দেড়শ রানও করতে পারল না বাংলাদেশ। ফলো অন এড়াতে প্রথম ইনিংসে অন্তত ১৭৭ রান করতে হতো লাল-সবুজের প্রতিনিধিদের। কিন্তু দেড়শর আগেই গুটিয়ে গিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ৪৭ দশমিক ১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৯ রান করেছে টাইগাররা।
তবে বাংলাদেশকে ফলো অন না করানোর সিদ্ধান্ত নিয়েছে ম্যান ইন ব্লুরা। এতে প্রথম ইনিংসে ২২৭ রানের লিড পেয়েছে স্বাগতিক দল।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) ভারতের ৩৭৬ রানের জবাবে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। সাদমানকে একাধিকবার ‘বিট’ করার পর প্রথম ওভারের শেষ বলে তাকে প্যাভিলিয়নে পথ দেখান বুমরাহ।
নবম ওভারে রাউন্ড দ্য উইকেটে আকাশের অ্যাঙ্গেল ডেলিভারি জাকিরের ব্যাটে-বলে হয়নি। ব্যাট ও প্যাডের ফাঁক গলে মিডল স্ট্যাম্পে আঘাত হানে বল।
জাকির ফেরার পর ক্রিজে এসেছিলেন মুমিনুল। তবে সাবেক এই অধিনায়ক যেন জাকিরের আউটের অ্যাকশন–রিপ্লেই দেখান। ব্যাট-প্যাডের ফাঁক গলে তিনিও বোল্ড! দুর্দান্ত আকাশে টানা দুই বলে দুই উইকেট হারায় বাংলাদেশ।
এরপর শুরুর বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন শান্ত-মুশফিক জুটি। শেষমেশ আর কোনো বিপদ হতে না দিয়ে অস্বস্তি নিয়েই মধ্যাহ্নবিরতিতে যায় বাংলাদেশ।
মধ্যাহ্নবিরতি থেকে ফেরার তৃতীয় ওভারেই অধিনায়ক শান্তকে হারায় বাংলাদেশ। মোহাম্মদ সিরাজের আউট সুইং ডেলিভারিতে খোঁচা মেরেছিলেন শান্ত। দ্বিতীয় স্লিপে শান্তর (২০) ক্যাচ নেন কোহলি।
এরপর মুশফিকও ভরসা হয়ে উঠতে পারেননি। তার বিদায়ে দলীয় ৪০ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। বুমরাহর সুইং ও বাউন্স ডেলিভারিতে দ্বিতীয় স্লিপে মুশির ক্যাচ নেন লোকেশ রাহুল।
ষষ্ঠ উইকেটে দলীয় হাল ধরেন লিটন ও সাকিব। তাদের অবিচ্ছিন্ন জুটিতে স্বপ্ন দেখছিল টাইগাররা। তবে বাঁ-হাতি স্পিনার জাদেজার এগেইনেস্ট দ্য স্পিনে পরাস্ত হন লিটন (২২)। সুইপ শট খেলতে গিয়ে লং লেগে বদলি ফিল্ডার ধ্রুব জুরেলের মুঠোবন্দি হন উইকেটকিপার এই ব্যাটার। এতে তাদের ৯৪ বলে ৫১ রানের জুটিও ভাঙে।
এরপর লিটনের দেখানো পথেই হাঁটেন সাকিব। জাদেজাকে রিভার্স সুইপ করতে গিয়ে ঠিকমতো ব্যাটে পাননি সাকিব। ব্যাটে লেগে বুট ছুঁয়ে উইকেটকিপারের হাতে জমা পড়ে বল। এতে ৩২ রানে শেষ হয় সাকিবের ইনিংস।
চা বিরতির আগে হাসান মাহমুদকে (৯) তুলে নিলেন বুমরাহ। দ্বিতীয় স্লিপে হাসানের ক্যাচ নেন কোহলি।
তৃতীয় সেশনের প্রথম ঘণ্টাও উইকেটে থিতু হতে পারেননি তাসকিন। বুমরাহর ইয়র্কারে বোল্ড হন তিনি (২২ বলে ১১ রান)।
এরপর নাহিদ রানাকে সঙ্গে নিয়ে ফলো-অন এড়ানোর লড়াই করছিলেন মিরাজ। তবে সিরাজের সুইংয়ে বোল্ড হয়ে ১১ রানে থামেন রানা। এতে ১৪৯ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস।
এর আগে, চালকের আসনে থেকেই দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। তবে দলীয় স্কোরশিটে ৪ রান যোগ হতেই প্যাভিলিয়নে ফেরেন জাদেজা। তাসকিনের খাটো লেংথের ডেলিভারিতে জাদেজার ব্যাটের কানা ছুঁয়ে বল লিটনের গ্লাভসে জমা পড়লে ভাঙে তাদের ১৯৯ রানের জুটি।
এরপর অভিষিক্ত আকাশকে প্যাভিলিয়নের পথ দেখান তাসকিন। ৮৯তম ওভারের পঞ্চম বলে উড়িয়ে মারতে গিয়ে আকাশে তোলেন এই পেসার। শান্তর মুঠোবন্দি হওয়ার আগে ১৭ রানের ইনিংস সাজান আকাশ।
দিনের তৃতীয় উইকেটও নিজের করে নেন তাসকিন। তার অফ-স্ট্যাম্পের বাইরের বলে মিড-অফে ধরা পড়েন অশ্বিন। প্যাভিলিয়নে ফেরার আগে ১১৩ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন এই বোলিং অলরাউন্ডার।
টিম ইন্ডিয়ার শেষ উইকেটটি নিজের ঝুলিতে পুরে ব্যাক টু ব্যাক ফাইফার নেন হাসান। তার অফ-স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে তৃতীয় স্লিপে ধরা পড়েন বুমরাহ।
এরও আগে, প্রথম দিনে রোহিত শর্মা (৬), শুভমান গিল (০), বিরাট কোহলি (৬) ও ঋষভ পান্তকে (৩৯) ফেরান হাসান।
তবে একপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন জয়সওয়াল। হাফ-সেঞ্চুরির পর এই ওপেনার (৫৬) ফিরলে লোকেশ রাহুলও (১৬) থিতু হতে পারেননি।
সপ্তম উইকেট জুটিতে দলীয় বিপর্যয় সামাল দেন অশ্বিন ও জাদেজা। মারমুখী ব্যাটিংয়ে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন অশ্বিন। শেষমেশ ৬ উইকেট হারিয়ে ৩৩৯ রানে প্রথম দিন শেষ করে টিম ইন্ডিয়া। অশ্বিন ১০২ ও জাদেজা ৮৬ রানে অপরাজিত ছিলেন।