তামিমকে ছাড়িয়ে গেলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪২ এএম

মুশফিকুর রহিম
আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন মুশফিকুর রহিম। এ রেকর্ড গড়ার পথে ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে ছাড়িয়ে গেছেন মুশি।
চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৩ রান সংগ্রহ করেন মুশি। এর আগে দেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক হন মুশফিক।
ভারতের বিপক্ষে খেলতে নামার আগে মুশফিকের রান ছিল ৪৬৩ ম্যাচে ১৫ হাজার ১৮৪। ৩৮৭ ম্যাচে ১৫ হাজার ১৯২ রান নিয়ে শীর্ষে ছিলেন তামিম।
প্রথম ইনিংসে ৮ রানে আউট হয়ে তামিমকে স্পর্শ করেন মুশফিক। এরপর দ্বিতীয় ইনিংসে ৩১তম ওভারের পঞ্চম বলে ২ রান নিয়ে তামিমকে টপকে যান তিনি। এ ইনিংসে একটি করে চার-ছক্কায় ১৩ রানে আউট হন মুশি। ফলে তিন ফরম্যাট মিলিয়ে মুশির রান এখন ৪৬৪ ম্যাচে ১৫ হাজার ২০৫। ক্যারিয়ারের ৯১ টেস্টে ৫ হাজার ৯১৩, ২৭১ ওয়ানডেতে ৭ হাজার ৭৯২ এবং ১০২ টি-টোয়েন্টিতে এক হাজার ৫০০ রান করেছেন মুশফিক।
তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের হয়ে ৩৮৭ ম্যাচে ১৫ হাজার ১৯২ রান নিয়ে তালিকার দ্বিতীয়স্থানে নেমে গেছেন তামিম।
এই তালিকায় তৃতীয়স্থানে আছেন সাকিব আল হাসান। ৪৪৬ ম্যাচে ১৪ হাজার ৭০১ রান করেছেন তিনি। ৪২০ ম্যাচে ১০ হাজার ৬৯৪ রান নিয়ে চতুর্থস্থানে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
বাংলাদেশের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে অন্তত ১০ হাজার রান করেছেন মুশফিক-তামিম-সাকিব-মাহমুদউল্লাহ।
১০ হাজারের নিচে সবার উপরে আছেন লিটন দাস। এখন পর্যন্ত ২২৪ ম্যাচে ৭ হাজার ১৮৩ রান করেছেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সেরা পাঁচ রান সংগ্রাহক
খেলোয়াড় রান ইনিংস
মুশফিকুর রহিম ১৫১৯৯ ৫১৪
তামিম ইকবাল ১৫১৯২ ৪৪৮
সাকিব আল হাসান ১৪৬৯৬ ৪৮৮
মাহমুদউল্লাহ রিয়াদ ১০৬৯৪ ৪২৩
লিটন দাস ৭১৮৩ ২৫২