×

খেলা

জোড়া ফিফটিতে রেকর্ড সংগ্রহ ভারতের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ০৯:০৭ পিএম

জোড়া ফিফটিতে রেকর্ড সংগ্রহ ভারতের

বাংলাদেশ-ভারত ম্যাচ, ছবি: সংগৃহীত

   

নতুন বলে দুর্দান্ত শুরু করেছিলেন বাংলাদেশের পেসাররা। পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল ম্যান ইন ব্লুরা। তবে দুই হাতে রান বিলিয়েছেন টাইগার স্পিনাররা। ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন নিতিশ কুমার রেড্ডি ও রিংকু সিং। তাদের জোড়া হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে এই সংস্করণে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া।

বুধবার (৯ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২১ রানের পাহাড়সমান পুঁজি পেয়েছে ভারত। ম্যান ইন ব্লুদের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন নিতিশ কুমার রেড্ডি।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ঝোড়ো শুরু করেন ভারতের দুই ওপেনার সাঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। তাদের ঝড়ে সব মিলিয়ে প্রথম ওভারে বিনা উইকেটে ১৫ রান তুলে ফেলে স্বাগতিক দল।

এরপর আক্রমণে এসে ভারতের দুই ওপেনারকে কিছুটা চাপেই ফেলেছিলেন তাসকিন আহমেদ। প্রথম পাঁচ বলে তাসকিনের খরচ মোটে ২ রান। আর ভালো বোলিংয়ের পুরস্কার-ও পেয়েছেন শেষ ডেলিভারিতে। তাসকিনের ঘণ্টায় ১২২ দশমিক ৩ কিলোমিটার ডেলিভারিতে মিড অফে শান্তর হাতে সহজ ক্যাচ দেন সঞ্জু স্যামসন। ৭ বলে ১০ রান করে থামেন উইকেটকিপার এই ব্যাটার।

এরপর আক্রমণে এসে জোড়া চার হজম করেন তানজিম সাকিব। তবে ষষ্ঠ বলে দেখালেন ভেলকি। তার অফ স্টাম্পের বাইরের বল সজোরে হাঁকাতে চেয়েছিলেন অভিষেক। কিন্তু ব্যাটের ভেতরের অংশে লেগে স্টাম্পে আঘাত হানে সেটি। ১১ বলে ১৫ রান করে এই ওপেনার ফিরলে টানা দুই ওভারে উইকেট হারায় ভারত।

তৃতীয় উইকেটে নীতিশকে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন সূর্যকুমার যাদব। তবে ইনিংস বড় করতে ব্যর্থ হন ভারতীয় অধিনায়ক। দলীয় ৪১ রানে মোস্তাফিজের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। প্যাভিলিয়নে ফেরার আগে ৮ রান করেন তিনি।

এরপর রিঙ্কু সিংকে নিয়ে রানের চাকা সচল রাখেন নীতিশ। ক্রমেই টাইগার বোলারদের ওপর চড়াও হন তারা। পাশাপাশি নিজের অর্ধশতকও তুলে নেন মির্ডল-অর্ডার এই ব্যাটার। হাফ-সেঞ্চুরির পর টাইগার বোলারদের ওপর আরও চড়া হন নীতিশ। রিঙ্কুর সঙ্গে ১০৮ রানের জুটি গড়েন। তবে দলীয় ১৪৯ রানে নীতিশ আউট হলে ভাঙে এই জুটি।

এরপর বাইশ গজে আসেন হার্দিক পান্ডিয়া। এই জুটিও আগ্রাসী ব্যাটিং করতে থাকে। ঝোড়ো ব্যাটিংয়ে ২৬ বলে ফিফটি তুলে নেন রিংকু। এরপর বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি তিনি। শেষ দিকে হার্দিক পান্ডিয়ার ৩২ রানের ক্যামিওতে ২২১ রানের সংগ্রহ পায় সূর্যকুমার যাদবের দল।

বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ তিন উইকেট নেন রিশাদ। এ ছাড়া তাসকিন, তানজিম সাকিব ও মোস্তাফিজ দুটি করে উইকেট নেন।


টাইমলাইন: বাংলাদেশের ভারত সফর ২০২৪

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App