দুইশ’র বেশি লক্ষ্য দিতে পারলে সম্ভব: হাসান

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ০৬:২৫ পিএম
-671799ca1c76c.png)
হাসান মাহমুদ
২০২ রানে পিছিয়ে থেকেও জয় ও মুশফিকের ব্যাটে লড়াইয়ের আভাস দিয়েছে বাংলাদেশ। চতুর্থ উইকেটে তাদের জুটি লম্বা হলে ম্যাচে ফিরতে পারে টাইগাররা। সে আশাতেই আছেন স্বাগতিক পেসার হাসান মাহমুদ।
মঙ্গলবার (২২ অক্টোবর) মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে টাইগার পেসার বললেন, সাউথ আফ্রিকাকে দুইশ’র বেশি লক্ষ্য দিতে পারলে লড়াই সম্ভব।
২০২ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১০১ রান তুলেছে বাংলাদেশ। শুরুর দিকে মনে হচ্ছিল, আবারো দ্রুতই গুটিয়ে যাবে স্বাগতিকরা। তবে জয় ও মুশফিকের ব্যাটে সেই শঙ্কা কাটে।
এ নিয়ে হাসান বলেন, ‘তাদের জুটিটা লম্বা হোক সেটাই চাই। যতক্ষণ খেলা যায়। এরপর যারা আসবে তাদেরও দায়িত্ব থাকবে, সেট হয়ে লম্বাসময় ক্রিজে কাটানো। মুশফিক (ভাই) ও জয় খুব ভালো ব্যাটিং করেছে।’
এই পেসার বলেন, ‘দুইশর বেশি লক্ষ্য দিতে পারলে প্রোটিয়াদের বিপক্ষে লড়াই করা সম্ভব। কাল যদি তিন সেশন ব্যাটিং করতে পারি বা আড়াই সেশন তাহলে চারশর কাছাকাছি যেতে পারব। অবশ্যই সম্ভব।’
কন্ডিশন অনুযায়ী আরেকজন পেসার খেলালে ভালো হতো কিনা প্রশ্নে হাসান বলেন. ‘আমাকে পিক করা হয়েছে। আমি চেষ্টা করেছি, ভালো করার। এটা তো ম্যানেজমেন্টের ব্যাপার।’