×

খেলা

দক্ষতা ও মানসিকতায় দুর্বলতা দেখছেন শান্ত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০১:১৪ পিএম

দক্ষতা ও মানসিকতায় দুর্বলতা দেখছেন শান্ত

নাজমুল হোসেন শান্ত

   

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের খারাপ পারফরমেন্সের জন্য দক্ষতা ও মানসিকতায় দুর্বলতা খুঁজে পেয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টেস্টে সাফল্যের জন্য আরো উন্নতি করতে হবে বলে মনে করেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর ধারণা করা হয়েছিল, টেস্ট ক্রিকেটে বাংলাদেশ উন্নতির পথেই হাঁটছে। কিন্তু পরের সিরিজে ভারতের কাছে বিধ্বস্ত হবার পর ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় টাইগাররা। 

অপরাজেয় ভারতের কাছে সিরিজ হার খুব বেশি প্রভাব না ফেললেও ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার অনভিজ্ঞ দলের কাছে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশকে হতাশ করেছে। 

চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস এবং ২৭৩ রানের বড় হারের পর শান্ত বলেন, ‘আমরা যেভাবে খেলেছি তাতে খুবই হতাশ। ব্যাটিংয়ে আমরা সম্পূর্ণ ব্যর্থ হয়েছি। আমি মনে করি, আমাদের অনেক ক্ষেত্রে উন্নতি করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা কয়েক ঘণ্টা ভালো বোলিং করেছি। কিন্তু সব মিলিয়ে আমাদের উন্নতি করতে হবে। শুধু মানসিক বিষয় নয়, এখানে দক্ষতাও রয়েছে। তাই আমাদের দুই ক্ষেত্রেই উন্নতি করতে হবে।’

তিন ব্যাটারের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫৭৫ রানে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। কিন্তু বাংলাদেশের ব্যাটারদের পারফরমেন্স ছিল হতাশাজনক। প্রথম ইনিংসে ১৫৯ রানে অলআউট হয়ে ফলো-অনে পড়ার পর দ্বিতীয় ইনিংসে ১৪৩ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। টেস্টের তৃতীয় দিন ১৬ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার কাছে রেকর্ড ব্যবধানে হার বরণ করতে বাধ্য হয় শান্তর দল। 

শান্ত বলেন, ‘আমাদের টপ-অর্ডার অনেক দিন ধরেই খারাপ করছে। কখনও কখনও ব্যক্তিগতভাবে আমরা ভালো করছি। কিন্তু আমরা দলগতভাবে পারফরমেন্স করতে পারছি না। পাকিস্তানে মুমিনুল সেঞ্চুরি করলেও তাকে কেউ সমর্থন দেয়নি। আবার সাদমানের ৯০ রানের ইনিংসে অন্য প্রান্ত দিয়ে কেউ সাপোর্ট দিতে পারেনি। পাকিস্তানে একটি ইনিংসে ২৬ রানে ৬ উইকেট হারানোর পরও লোয়ার অর্ডার এবং বোলারদের নৈপুণ্যে আমরা ম্যাচ জিতেছিলাম। টপ-অর্ডার ব্যর্থ হলে আপনি জয়ে আশা করতে পারবেন না।’

তিনি আরও বলেন, ‘আমার জন্য রান করা এবং অবদান রাখা গুরুত্বপূর্ণ। কিন্তু আমিও খারাপ ফর্মে ছিলাম। আমি ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারিনি। ২০ থেকে ৪০ এর মধ্যে আমাকে বারবার আউট হতে হয়েছে। যা দলের জন্য ক্ষতিকর।’

চট্টগ্রাম টেস্টে তাইজুল ও মুমিনুল ভালো করলেও আরো উন্নতি চান শান্ত। তিনি বলেন, ‘তাইজুলের বোলিং ইতিবাচক ছিল। প্রথম ইনিংসে ভালো করেছেন মুমিনুল। এগুলো ইতিবাচক দিক। তবে আমাদের আরো উন্নতি করতে হবে।’ 

দলের টপ-অর্ডারের কাছ থেকে ভালো ইনিংস চান শান্ত। তার মতে, টপ অর্ডারদের দায়িত্ব নিতে হবে। তিনি বলেন, ‘তাইজুলের মত কেউ যদি ব্যাটিং করে শতরানের জুটিতে সহায়তা করে তখন বুঝা যায় আমরা ব্যাটিং করতে পারি। মূলত টপ অর্ডারদের দায়িত্ব নিতে হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

ঝড়-বৃষ্টির মাঝে তাপমাত্রা বৃদ্ধির আভাস

ঝড়-বৃষ্টির মাঝে তাপমাত্রা বৃদ্ধির আভাস

ভারতে ভবনে আগুন, শিশুসহ ১৭ জন নিহত

ভারতে ভবনে আগুন, শিশুসহ ১৭ জন নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App