×

খেলা

ভারতের হাতে ওয়াংখেড়ে টেস্টের নিয়ন্ত্রণ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ১১:২০ এএম

ভারতের হাতে ওয়াংখেড়ে টেস্টের নিয়ন্ত্রণ

ছবি: সংগৃহীত

   

দুই স্পিনার রবীন্দ্র জাদেজা ও রবীচন্দ্রন অশ্বিনের বোলিং নৈপুণ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থায় ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দিন শেষে ৯ উইকেটে ১৭১ রান করেছে নিউজিল্যান্ড। ১ উইকেট হাতে নিয়ে ১৪৩ রানে এগিয়ে কিউইরা। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ২৩৫ রানের জবাবে ২৬৩ রানে অলআউট হয় ভারত। প্রথম ইনিংসে ২৮ রানের লিড পায় টিম ইন্ডিয়া। 

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৪ উইকেটে ৮৬ রান করেছিল ভারত। ৬ উইকেট হাতে নিয়ে ১৪৯ রানে পিছিয়ে ছিল রোহিত-কোহলিরা।

দ্বিতীয় দিনের শুরু থেকেই নিউজিল্যান্ডের বোলাদের উপর চড়াও হন আগের দিন ১ রান করা ঋষভ পান্ত। ৩৬ বলে টেস্ট ক্যারিয়ারের ১৩তম হাফ-সেঞ্চুরি তুলে নেন তিনি। 

অর্ধশতকের পর সাবধানে খেলতে গিয়ে নিউজিল্যান্ডের স্পিনার ইশ সোধির বলে এলবিডব্লিউ হন পান্ত। ৮ চার ও ২ ছক্কায় ৫৯ বলে ৬০ রান করেন তিনি। পঞ্চম উইকেটে শুভমান গিলের সঙ্গে ৯৬ রানের জুটি গড়েন পান্ত। 

৩১ রান নিয়ে খেলতে নেমে দ্বিতীয় দিন ৪৫ রানে জীবন পান গিল। জীবন পেয়ে টেস্টে সপ্তম হাফ-সেঞ্চুরি করেন তিনি। ইনিংস বড় করে সেঞ্চুরির পথে হাঁটতে থাকেন গিল। কিন্তু ৭ চার ও ১ ছক্কায় ১৪৬ বলে ৯০ রানে নিউজিল্যান্ডের স্পিনার অ্যাজাজ প্যাটেলের শিকার হন তিনি।

দলীয় ২২৭ রানে অষ্টম ব্যাটার হিসেবে গিল আউট হবার পর ভারতকে লিড এনে দিয়েছেন ওয়াশিংটন সুন্দর। ৪ চার ও ২ ছক্কায় সুন্দরের ৩৬ বলে অপরাজিত ৩৮ রানের সুবাদে ২৬৩ রানের সংগ্রহ পায় ভারত।

প্যাটেল ১০৩ রানে ৫ উইকেট নিয়েছেন। ২১ টেস্টে ষষ্ঠবারের মতো এক ইনিংসে পাঁচ উইকেট নিলেন এই বাঁ-হাতি স্পিনার। ২০২১ সালে মুম্বাইয়ের এই ভেন্যুতেই ১১৯ রানে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন প্যাটেল। 

প্রথম ইনিংসে ২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ৪৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। চতুর্থ উইকেটে ৫০ রানের জুটিতে নিউজিল্যান্ডকে চাপমুক্ত করেন উইল ইয়ং ও ড্যারিল মিচেল। দলীয় ৯৪ রানে মিচেল আউট হবার পর ব্যাটিং ধস নামে নিউজিল্যান্ডের ইনিংসে। ৭৭ রানে ৬ উইকেট হারায় তারা। দিন শেষে নিউজিল্যান্ডের স্কোর ছিল ৯ উইকেটে ১৭১ রান। 

ইয়ংয়ের ৫১ রানের পর নিউজিল্যান্ডের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেন গ্লেন ফিলিপস। ভারতের জাদেজা ৪ ও অশ্বিন ৩ উইকেট নেন।

এই টেস্টের দু’দিনে ২৯ উইকেটের পতন হয়েছে। এই ভেন্যুতে টেস্টের প্রথম দু’দিনে যা সর্বোচ্চ। ২০০০ সালে ভারত ও দক্ষিণ আফ্রিকা টেস্টের প্রথম দু’দিন ২৫ উইকেটের পতন হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App