×

খেলা

মিরাজের বিদায়ে পঞ্চম উইকেট হারাল বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ১০:৪৮ পিএম

মিরাজের বিদায়ে পঞ্চম উইকেট হারাল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

   

চলমান ওয়ানডে সিরিজে নিয়মিত একাধিক মুখ ছাড়াই মাঠে নেমেছে বাংলাদেশ। ফলে একাদশ সাজাতেও খানিকটা বিড়ম্বনায় পড়তে হয়েছিল টিম ম্যানেজমেন্টকে। বিশেষ করে ব্যাটিং অর্ডার সাজাতে। তবে চারে নেমে দুর্দান্ত ছিলেন মেহেদি হাসান মিরাজ। ৭১ বলে ফিফটির মাইলফলক ছুঁয়ে ফেলেন।

হাফ-সেঞ্চুরির পর দেখেশুনেই হাঁটছিলেন মিরাজ। কিন্তু আর হলো না। ব্যক্তিগত ৭৪ রানে সিলসের বলে টপ-এজ হয়ে মিড-অফে শেফার্ডকে ক্যাচ দেন এই অলরাউন্ডার।

এর আগে, সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুই পেয়েছিল বাংলাদেশ। তানজিদ আর সৌম্যের ব্যাটে ভালো কিছুর স্বপ্ন দেখছিল দল। দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪ দশমিক ৫ ওভারেই ৩৪ রান তুলে ফেলেছিলেন তারা।

তবে ক্রিজে থিতু হতে পারেননি সৌম্য। পঞ্চম ওভারে জোড়া চার হাঁকিয়ে আত্মবিশ্বাস কুড়ানো এই ওপেনারকে পঞ্চম বলে উইকেটের পেছনে ক্যাচ বানিয়েছেন ক্যারিবিয়ান পেসার জোসেফ। ফলে ১৮ বলে ৩ চারে ১৯ রান করেই সৌম্যকে থামতে হয়।

একই পথে হাঁটেন লিটন দাসও। নিশ্চিত জীবন পাওয়া উইকেটকিপার এই ব্যাটার রোমারিও শেফার্ডের লাফিয়ে উঠা বলে খোঁচা মারতে গিয়ে ৭ বলে ২ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন।

এরপর বিপর্যয় সামলে দায়িত্বশীল ব্যাটিংয়ে ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় ফিফটির দেখা পেয়েছিলেন তানজিদ হাসান তামিম। তবে হাফ-সেঞ্চুরির পর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি এই ওপেনার। আলজারি জোসেফের বলে শর্ট থার্ডম্যানে রোস্টন চেজের হাতে ক্যাচ দিয়ে ৬ চার ও ৩ ছক্কায় ৬০ বলে ৬০ রান করে থামলেন তামিম। এতে মিরাজের সঙ্গে তার ৯৭ বলে ৭৯ রানের জুটিও ভাঙে।

তামিমের বিদায়ের পর দেখেশুনে খেলে ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে নেন মিরাজ। হাফ-সেঞ্চুরি পর্যন্ত পৌঁছাতে তিনবার জীবন পান এই অলরাউন্ডার। ৪ চার ও এক ছক্কায় ৭১ বলে ফিফটি ছুঁয়ে ফেলেন তিনি।

এরপর আফিফকে নিয়ে স্কোরবোর্ড সচল রেখেছিলেন মিরাজ। তবে আগ্রাসী হতে গিয়ে উইকেট বিলিয়ে দেন আফিফ। শেফার্ডের বলে উড়িয়ে মারতে গিয়ে সিলসের হাতে ক্যাচ দিয়ে আউট হন ২৮ রান করা এই ব্যাটার। এরপর মিরাজও বেশিদূর এগোতে পারেননি। ব্যক্তিগত ৭৪ রানে প্যাভিলিয়নের পথ ধরেন টাইগার দলপতি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App