বুমরাহ’তে বুঁদ সুন্দর পিচাই, এককথায় ইলন মাস্ক বললেন...

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ০২:২০ পিএম

ছবি: সংগৃহীত
একদিন আগেই সংবাদ সম্মেলনে জাসপ্রিত বুমরাহকে ভারতীয় দলের ব্যাটিং নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সে সময়ে ওই সাংবাদিক জুড়ে দিয়েছিলেন, ‘ব্যাটিং নিয়ে প্রশ্ন করার ক্ষেত্রে যদিও আপনি আদর্শ ব্যক্তি নন’। তাতে অবশ্য বুমরাহ পাল্টা প্রশ্ন করেছিলেন, ‘আমার ব্যাটিং দক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন, আপনি?’
বল হাতে দুর্দান্ত বুমরাহ। তবে ব্যাট হাতে কোনো ভারতীয় ক্রিকেটপ্রেমীই বুমরাহর ওপর ভরসা করবেন না। এবার সেই বুমরাহ-ই ক্রিজে দাঁতে দাঁত চেপে টিকে থেকে ফলো-অন এড়িয়েছেন।
গ্যাবায় তৃতীয় টেস্টে যখন রোহিতদের আর কোনো আশা নেই, ঠিক তখনই শেষ উইকেটে আর্শদীপকে নিয়ে লড়াই চালিয়েছেন বুমরাহ। আর তাতে মুগ্ধ গুগল প্রধান সুন্দর পিচাই। সুন্দরের সঙ্গে সঙ্গে ইলন মাস্কও বুমরাহের ব্যাটিং নিয়ে সংক্ষেপে প্রতিক্রিয়া জানিয়েছেন।
আগের দিনের সংবাদ সম্মেলনে বুমরাহর ‘গুগল করে নাও’ মন্তব্যের রেশ টেনেই সুন্দর পিচাই লেখেন, ‘আমি গুগল করেছি। কামিন্সকে যে এভাবে হুক শটে ছক্কা মারতে পারে, সে নিশ্চিত ভাবে ব্যাট করতে পারে। খুব ভালো খেলেছো জাসপ্রিত বুমরাহ। দীপের সঙ্গে ব্যাট করে ফলো-অন বাঁচিয়েছ।’
সুন্দর পিচাইয়ের এই সোশ্যাল মিডিয়া পোস্টটি নজর এড়ায়নি এক্স'র মালিক ইলন মাস্কের। তিনি সুন্দরের পোস্টের প্রতিক্রিয়ায় লেখেন, ‘নাইস’।