চ্যাম্পিয়ন হয়ে যত টাকা পেলো রংপুর, বাকিদের পকেটে কত?

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:০৬ পিএম

ছবি: সংগৃহীত
ঢাকা মেট্রোকে ৫ উইকেটে হারিয়ে এনসিএল টি-২০ টুর্নামেন্টের শিরোপা জিতেছে রংপুর বিভাগ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লো স্কোরিং ম্যাচের ফাইনালের লড়াই মোটেই জমেনি। প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৬ দশমিক ৩ ওভারে মাত্র ৬২ রানে অলআউট হয় মেট্রো। জবাবে ১১ দশমিক ২ ওভারে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় রংপুর।
এদিকে চ্যাম্পিয়ন হয়ে ২০ লাখ টাকার প্রাইজমানি জিতেছে রংপুর। রানার-আপ হওয়া ঢাকা মেট্রো ১০ লাখ টাকা জিতেছে।
অন্যদিকে ব্যাটিং-বোলিংয়ে আধিপত্য দেখিয়ে ক্রিকেটাররাও ব্যক্তিগত পকেট ভারী করেছেন। অলরাউন্ড নৈপুণ্যে টুর্নামেন্টসেরার পুরস্কার জিতেছেন ঢাকা মেট্রোর আবু হায়দার রনি। ১০ ম্যাচে ১২৩ রানের পাশাপাশি ১৩ উইকেট নেন এই পেস অলরাউন্ডার। আসরসেরা হয়ে ১ লাখ টাকা পেয়েছেন তিনি।
সেরা রানসংগ্রাহকের পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা জিতেছেন নাঈম শেখ। ১০ ম্যাচে ৩১ দশমিক ৬০ গড় এবং ১৩৫ দশমিক ০৭ স্ট্রাইকরেটে সর্বোচ্চ ৩১৬ রান করেন মেট্রোর এই অধিনায়ক। এ ছাড়া সিলেট বিভাগের জিসান আলম দ্বিতীয় সর্বোচ্চ ২৮১ এবং খুলনার অধিনায়ক নুরুল হাসান সোহান ২৬৬ রান করেন।
বল হাতে ৯ ম্যাচে সর্বোচ্চ ১৯ উইকেট শিকার করে সেরা বোলারের পুরস্কার জেতেন রংপুরের আলাউদ্দিন বাবু। তিনিও ৫০ হাজার টাকা পুরস্কার পেয়েছেন। এ ছাড়া ফাইনালে মাত্র ১২ রানে ৩ উইকেট নিয়ে ফাইনালসেরা ক্রিকেটারও হয়েছেন। ফলে তার হাতে ২০ হাজার টাকার পুরস্কার উঠেছে।