×

খেলা

তামিমের নেতৃত্বে খেলে ‘মজা’ পান নাঈম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৪ পিএম

তামিমের নেতৃত্বে খেলে ‘মজা’ পান নাঈম

নাঈম হাসান ও তামিম ইকবাল

   

নাঈম হাসান ও তামিম ইকবাল, দুজনেই চট্টগ্রামের সন্তান। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) ফরচুন বরিশালের হয়ে খেলছেন তারা। গেল আসরে তামিমের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এবারো শক্তিশালী স্কোয়াড সাজিয়েছে বরিশাল। 

এদিকে আসন্ন আসরকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। শুক্রবার থেকে পূবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে বরিশালকে মাঠের অনুশীলনে দেখা গেছে। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্পিনার নাঈম হাসান। এ সময়ে অধিনায়ক তামিমকে নিয়ে নিজের কথা জানিয়েছেন তিনি।

অধিনায়ক হিসেবে তামিমের থেকে সমর্থন পাওয়ার কথা জানিয়ে নাঈম বলেন, ‘উনার সঙ্গে আগেও খেলেছি, উনার অধীনে খেলে অনেক মজা। জাতীয় দলে যখন উনি ছিল, তখনও ছিল (মজা)। উনি দলে থাকলে সব সময় আলাদা সমর্থন পাওয়া যায়।’ 

অনুশীলনের প্রথম দিনে বরিশালকে ম্যাচ সিনারিওতে করতে দেখা গেছে। এ ছাড়া সদ্য সমাপ্ত এনসিএল টি-টোয়েন্টিতেও খেলেছেন দলটির দেশি ক্রিকেটারদের প্রায় সবাই। 

এ নিয়ে নাঈম বলেন, ‘আসলে আমরা তো সবাই ম্যাচের মধ্যে ছিলাম এনসিএলের। খেলার মধ্যে ছিলাম। সবাই চেষ্টা করছি যে, সময় তো নাই আমরা যদি… লম্বা টাইম অনুশীলন করার জন্য একদিনই সময় আছে। ওই হিসেবে অনুশীলনটা করা।’

একাদশে সুযোগ পাওয়া নিয়ে তার ভাষ্য, ‘প্রতিযোগিতা তো বেশি। এটা আমাদের দলের জন্যই ভালো। সবাইকে সবার জায়গা থেকে শতভাগ দিতে হবে। কারণ- একজনের জায়গায় আরেকজন আসতে পারে। ওই জন্য প্রতিযোগিতা বেশি থাকলে প্রতিদ্বন্দ্বীতা যখন ভালো হবে তখন দলের ফল ভালো হয়।’ 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App