লেভানদোস্কির হ্যাটট্রিকে শীর্ষস্থান ফিরে পেল বায়ার্ন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ মার্চ ২০২১, ০৮:১৭ এএম

হ্যাটট্রিকের পর রবার্ট লেভানদোস্কির উদযাপন
আরবি লাইপজিগের কাছে বুন্দেসলিগায় শীর্ষস্থান হারিয়েছিল বায়ার্ন মিউনিখ। রবার্ট লেভানদোস্কির হ্যাটট্রিকে বরুশিয়া ডর্টমুন্ডকে ৪-২ গোলে হারিয়ে সেই স্থান ফিরে পেল ডিফেন্ডিং চাম্পিয়নরা। ডর্টমুন্ডের হয়ে জোড়া গোল করেন এরলিং ব্রত হরল্যান্ড।
অ্যালিয়াঞ্জ অ্যারেনায় শুরুতেই এগিয়ে যায় বরুশিয়া ডর্টমুন্ড। দুই মিনিটের মাথায়ই হরল্যান্ড দলকে সেই লিড এনে দেন। ১০ মিনিট যেতে না যেতে আরেকটি গোল করেন তিনি। এবারের আসরে হরল্যান্ডের এটি ১৯তম গোল। যা টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ।
লেভানদোস্কি নিজের প্রথম গোকটি করেন ম্যাচের ২৬তম মিনিটে। ৪৪তম মিনিটে বিরতিতে যাওয়ার আগে পেনাল্টি গোলের সুবাদে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ম্যাচের একেবারে অন্তিম সময়ে হ্যাটট্রিক পূর্ণ করেন পোলিশ এ স্ট্রাইকার। এবারের মৌসুমে এ নিয়ে ৩০ গোল হলো লেভানদোস্কির। তার দুই মিনিট আগে বায়ার্ন মিউনিখের হয়ে আরেকটি গোল পান লিওন গোরেতজকা। তাতে ৪-২ ব্যবধানে জয় নিশ্চিত হয় বায়ার্ন মিউনিখের।
এ জয়ের ফলে ২৪ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে বায়ার্ন মিউনিখ। সমানসংখ্যক ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আরবি লাইপজিগ। ৩৯ পয়েন্ট নিয়ে বরুশিয়া আছে টেবিলের ষষ্ঠ স্থানে।