×

টালিউড

যে কারণে ইডির সমনে টালিউড তারকা অঙ্কুশ হাজরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ০৯:১২ এএম

যে কারণে ইডির সমনে টালিউড তারকা অঙ্কুশ হাজরা

অভিনেতা ও প্রযোজক অঙ্কুশ হাজরা। ছবি : সংগৃহীত

আইনি জটিলতায় জড়িয়ে পড়লেন টালিউড অভিনেতা ও প্রযোজক অঙ্কুশ হাজরা। বেআইনি বেটিংঅ্যাপ মামলায় তার নাম ওঠায় সমন পাঠিয়েছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তার বিরুদ্ধে অভিযোগ, অবৈধ অনলাইন বেটিংঅ্যাপের প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি অভিনেতা।

সূত্র জানায়, বেআইনি বেটিংঅ্যাপ সংক্রান্ত মামলায় মাসখানেক আগে ২৯ জনের বিরুদ্ধে মামলা রুজু করে ইডি। তালিকায় রয়েছেন দক্ষিণী তারকা রানা ডগ্গুবতী, কপিল শর্মা, বিজয় দেবরকোন্ডাসহ একাধিক অভিনেতা ও নেটপ্রভাবী। নতুন করে সেই তালিকায় যুক্ত হয়েছে অঙ্কুশ হাজরার নাম।

আরো পড়ুন : রাজনীতিতে আর টিকছে না মন, ফের অভিনয়ে ফিরছেন কঙ্গনা

এর আগে কোনো টালিউড তারকা এ ঘটনায় জড়াননি। পূজার আগেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগ রয়েছে, ওই অ্যাপগুলোর প্রচারের বিনিময়ে সংশ্লিষ্ট তারকারা আর্থিক সুবিধা পেয়েছেন। তদন্তকারীদের ধারণা, এসব বেআইনি বেটিংঅ্যাপ কয়েক কোটি টাকা অবৈধভাবে আয় করেছে। এ অর্থ হাওয়ালার মাধ্যমে ঘোরানো হয়েছে, যাতে তদন্তকারী সংস্থার নজর এড়ানো যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি

শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি

অগ্নিকাণ্ডের পর শাহজালালে নিরাপদে প্রথম ফ্লাইট অবতরণ

অগ্নিকাণ্ডের পর শাহজালালে নিরাপদে প্রথম ফ্লাইট অবতরণ

বিমানবন্দরে আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানালেন ভুক্তোভোগী

বিমানবন্দরে আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানালেন ভুক্তোভোগী

এয়ারপোর্ট এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা

এয়ারপোর্ট এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App