×

সামাজিক মাধ্যম

হোয়াটসঅ্যাপে নতুন ভয়েস চ্যাট ফিচার যুক্ত হচ্ছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:০১ পিএম

হোয়াটসঅ্যাপে নতুন ভয়েস চ্যাট ফিচার যুক্ত হচ্ছে

ছবি: সংগৃহীত

   

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে আসছে নতুন একটি ভয়েস চ্যাট ফিচার। আগেই জানা গেছে, অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংযোজিত হয়েছে। এবার মেটা এই এআই-এর সক্ষমতা আরো বৃদ্ধি করতে একটি দ্বি-মুখী ভয়েস চ্যাট ফিচার যুক্ত করার পরিকল্পনা করেছে।

নতুন এই ভয়েস মোডে পাবলিক ব্যক্তিত্বের একাধিক ভয়েস অন্তর্ভুক্ত থাকবে, যা ব্যবহারকারীদের চ্যাটবটের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করার সুযোগ দেবে। এতে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে সংগৃহীত বিভিন্ন ভয়েসও থাকবে। এই ফিচারের মাধ্যমে মেটা এআই ব্যবহারকারীদের সঙ্গে মানুষের মতো কথোপকথন করতে পারবে।

ডব্লিউএবেটাইনফোর সূত্রে জানা গেছে, অ্যান্ড্রয়েড সংস্করণ ২.২৪.১৯.৩২-এর জন্য হোয়াটসঅ্যাপ বিটাতে জনসাধারণের কণ্ঠস্বর সম্পর্কিত তথ্য দেখা গেছে। যদিও ফিচারটি এখনো দৃশ্যমান নয় এবং গুগল বিটা প্রোগ্রামে সাইন আপ করা ব্যবহারকারীরা এটি দেখতে পারবেন না।

ফিচারটি ট্র্যাকার দ্বারা শেয়ার করা স্ক্রিনশটে দেখা গেছে যে, হোয়াটসঅ্যাপ মেটা এআই-এর জন্য বেশ কয়েকটি ভয়েস প্রয়োগের পরিকল্পনা করছে। এই ভয়েসগুলো পিচ, টোনালিটি এবং উচ্চারণের দিক থেকে আলাদা হবে, যা ব্যবহারকারীদের জন্য একটি ইউনিক অভিজ্ঞতা প্রদান করবে। ধারণা করা হচ্ছে, এটি চ্যাটজিপিটির বিদ্যমান ভয়েস মোডের মতো হবে, যেখানে ৪টি ভিন্ন ভয়েস অফার করা হয়।

অন্যদিকে, ফিচার ট্র্যাকার জানিয়েছে, যুক্তরাজ্যের উচ্চারণসহ ৩টি এবং মার্কিন উচ্চারণসহ ২টি কণ্ঠ থাকবে। যদিও তাদের লিঙ্গ বা আঞ্চলিক উচ্চারণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশিত হয়নি। ধারণা করা হচ্ছে, জনসাধারণের জন্য চারটি কণ্ঠ থাকবে, যার মধ্যে প্রভাবশালী বা তারকা ব্যক্তিত্বের কণ্ঠও অন্তর্ভুক্ত হতে পারে।

আরো পুড়ুন: শিশু-কিশোরদের নিরাপত্তায় অভিভাবকদের নজরদারি সুবিধা যুক্ত করেছে ইউটিউব

মেটার জন্য এটি নতুন পদক্ষেপ নয়; কোম্পানি বিগত বছরগুলোতে প্রভাবশালী এবং অন্যান্য উল্লেখযোগ্য ব্যক্তিত্বের ভিত্তিতে মেসেঞ্জারে বিভিন্ন কাস্টম এআই চ্যাটবট চালু করেছে। নতুন ভয়েস বিকল্পটি সম্ভবত সেই প্রকল্পের একটি সম্প্রসারণ হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

ঝড়-বৃষ্টির মাঝে তাপমাত্রা বৃদ্ধির আভাস

ঝড়-বৃষ্টির মাঝে তাপমাত্রা বৃদ্ধির আভাস

ভারতে ভবনে আগুন, শিশুসহ ১৭ জন নিহত

ভারতে ভবনে আগুন, শিশুসহ ১৭ জন নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App