আসছে ওয়ানপ্লাস সিক্স-টি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ আগস্ট ২০১৮, ১২:৪০ পিএম

নির্মাতা ওয়ানপ্লাস প্রতি বছর দুটি করে ফোন বাজারে নিয়ে আসছে, এ বছরও ব্যতিক্রম নয়।সম্প্রতি রুশ টেলিকম রেগুলেটরি কর্তৃপক্ষের একটি পোস্টে ওয়ানপ্লাসের পরবর্তী ফোনের মডেল নম্বার ফাঁস হয়েছে।ওয়ানপ্লাসের পরবর্তী ফোনের মডেল হবে এ৬০১৩।
যেহেতু এটিও এ৬০০০ সিরিজের মধ্যেই আছে, অতএব এই ফোনটির নাম হতে পারে ওয়ানপ্লাস সিক্স-টি।তবে এর বাইরে আর কিছুই ফোনটির ব্যাপারে জানা যায়নি। তবে ওয়ানপ্লাসের বেশীরভাগ ডিজাইন এবং হার্ডওয়্যার ফিচার যেহেতু অপ্পো আর সিরিজের সঙ্গে মিলিয়ে করা হয়ে থাকে, তাই ধারণা করা হচ্ছে সিক্স-টি ফোনটির সঙ্গে মিল থাকবে অপ্পো আর১৭ প্রো ফোনটির।
সে অনুযায়ী, ওয়ানপ্লাস সিক্স-টিতে থাকবে ছোট নচযুক্ত ডিসপ্লে, পেছনে দেয়া হবে ১২ মেগাপিক্সেল মূল ক্য়ামেরা এবং ২০ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা। সামনে থাকবে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।প্রসেসরের ব্যাপারে ধারণা করা হচ্ছে, ওয়ানপ্লাস ৫ এবং ৫-টির মত এবারও সিক্স এবং সিক্স-টিতে থাকবে একই প্রসেসর, কোয়ালকম স্ন্য়াপড্রাগন ৮৪৫।ফোনটি নভেম্বরে বাজারে আসতে পারে।