×

তথ্যপ্রযুক্তি

অনলাইনে কম খরচে বেশি সেলস নিয়ে আয়োজন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৪, ০৭:০৩ পিএম

অনলাইনে কম খরচে বেশি সেলস নিয়ে আয়োজন

অনলাইনে কম খরচে বেশি সেলস নিয়ে আয়োজন

   

রাজধানীর বসিলাতে দেশের প্রতিষ্ঠিত অনলাইন উদ্যোক্তা নিয়ে আয়োজিত হলো দু’দিন ব্যাপী বিহাইন্ড দ্য সেলস গ্রোথ প্রোগ্রাম। কনটেন্ট কিং এবং হেল্পারবিডির যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রোগ্রামে সারাদেশ থেকে প্রায় ১০০ উদ্যোক্তা অংশগ্রহণ করে। প্রোগ্রামে আলোচক হিসেবে পুরো সেশনটি পরিচালনা করেন কনটেন্ট কিং ফাউন্ডার মো. ইকরাম। 

কনটেন্ট কিং ফাউন্ডার বলেন, উদ্যোক্তাদের সেলস নিয়ে বর্তমানে একটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হচ্ছে। ফেসবুকের বিভিন্ন ধরনের নতুন নতুন আপডেট এবং বাজারে অনেক নতুন উদ্যোক্তাদের আগমনে যেই প্রতিযোগীতা তৈরি হয়েছে, তার কারণে সেলসের পিছনে মার্কেটিং খরচ বেড়ে গিয়েছে, তাতে বিজনেসে বেশির ভাগ খুব বড় ভাবেই আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। উদ্যোক্তাদের প্রতি সেলসের বিপরীতে খরচ কমিয়ে আনতেই বিশেষ এ ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।

দেশের অন্যতম শীর্ষ অনলাইন বিজনেস প্রতিষ্ঠান, হারামাইন স্টোরের কো-ফাউন্ডার ফয়সাল আহমেদ বলেন, সারাদিনের ওয়ার্কশপে বিজনেস গ্রোথের যা যা গাইড পেয়েছি, তা বিজনেসের এই কঠিন চ্যালেঞ্জ মুহূর্তকে মোকাবিলা করতে অনেক সহায়ক হবে আশা করছি।

আরেক উদ্যোক্তা, প্রাচীন শপের স্বত্বাধিকারী সোহেল জানান, প্রতিনিয়ত নতুন নতুন উদ্যোক্তা বাজারে আসার কারণে প্রতিযোগীতা বাড়ছে। এই প্রতিযোগীতার বাজারে বিজনেস ও সেলস বিষয়ক স্কীল হওয়া ছাড়া টিকে থাকা সম্ভব নয়, সেজন্যই আজকের প্রোগ্রামে রেজিস্ট্রেশন করেছি।

আয়োজক প্রতিষ্ঠান হেল্পারবিডির ম্যানেজিং ডিরেক্টর ওয়াজেদ আলী বলেন, বিজনেসের প্রতিটা সেলে ফেসবুকের অ্যাড বাজেট বেড়ে যাচ্ছে প্রতিনিয়ত। মার্কেটিং নিয়ে সঠিক দক্ষতা না থাকলে, এই অ্যাড খরচের লাগাম টানা সম্ভব নয়। সেই জন্যই উদ্যোক্তাদের জন্য প্রথমবারের দক্ষতা বৃদ্ধির জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ এক প্রতিযোগীতার মাধ্যমে বাছাই করা সেরা ৩ জনকে হেল্পারবিডির সৌজন্যে অ্যাড অ্যাকাউন্ট ও ৫০ ডলার অ্যাড ক্রেডিট প্রদান করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেসিসে প্রশাসক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

বেসিসে প্রশাসক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

৯ মাসেও সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়ায় উদ্বেগ

৯ মাসেও সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়ায় উদ্বেগ

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App