×

বিনোদন

বলিউডে রাখিবন্ধনের আনন্দে মিশল বিচারের দাবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বলিউডে রাখিবন্ধনের আনন্দে মিশল বিচারের দাবি

ছবি: সংগৃহীত

   

গত সোমবার ছিল রাখিবন্ধন উৎসব। এই আনন্দের মাঝেও উঠে এলো নারীদের সুরক্ষা, নিরাপত্তার প্রশ্ন। রাখিবন্ধনের দিন অর্জুন কাপুর ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি বলেছেন, সব সময় ভাই কেন, দিদি বা বোনকে রক্ষা করবে। বরং পুরুষদের শেখানো দরকার নারীরা নিরাপদ বোধ করবেন, এ রকম একটা পরিবেশ তৈরি করার। সমাজের দৃষ্টিভঙ্গি আর পরিবেশ-পরিস্থিতি এখন বদলানো উচিত। আনন্দ উৎসবের মাঝে সঙ্গী হলো প্রতিবাদের রেশ। রাখিবন্ধন উদযাপনের মাঝেও নারীদের সুরক্ষা, নিরাপত্তার প্রশ্ন উঠে এলো। সঙ্গে আরজি কর কাণ্ডসহ একাধিক ঘটনার প্রেক্ষিত টেনে দ্রুত ন্যায়বিচার এবং দোষীদের যথাযোগ্য শাস্তির বার্তাও উঠল।

অর্জুন কাপুর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন, যা নিয়ে চর্চা চলছে। অভিনেতার কথায়, ‘ভাই তার বোনকে বা দিদিকে রক্ষা করছেন, এমন একটা দৃশ্য আমাদের মননে বসে রয়েছে। কিন্তু এমনটার দরকার কেন হবে? মহিলাদের সুরক্ষা দেয়ার কাজ পুরুষদের, এই ভাবনার বদলে কেন এমনটা শেখানো হয় না যে নারীরা নিরাপদ বোধ করবেন, এ রকম একটা পরিবেশ তৈরি করা হোক। ব্যক্তিগতভাবে মনে হয়, একাধিক পুরুষকে যা শেখানো হয়, সমাজে যেভাবে বিভিন্ন বিষয় দেখে, তাতে বেশ কিছু গলদ রয়েছে। সেই ভাবনা, দৃষ্টিভঙ্গি আর পরিবেশ-পরিস্থিতি বদলের লক্ষ্যে কাজ করা দরকার।’ বোনদের সঙ্গে রাখি সেলিব্রেট করতে যাচ্ছেন জানানোর পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে সেটা খানিক বেমানান বোধ করছেন বলেও জানিয়েছেন অর্জুন।

অভিনেতার বক্তব্যের সুর দেখা গিয়েছে অনেক নেটিজেনের গলাতেও। একজন নেটিজেন লিখেছেন, ‘একদম ঠিক কথা বলেছেন। সমাজের বেসিক ভাবনাচিন্তা বদলের দরকার রয়েছে।’ অন্য একজন বলেছেন, ‘শুধু পুরুষদেরই নয়, নারী-পুরুষ নির্বিশেষে সকলকে শেখানো উচিত যাতে প্রত্যেকের জন্য এক নিরাপদ সমাজ তৈরি করা যায়। যেখানে অজুহাত নয়, ন্যায়বিচার মানুষের হয়ে কথা বলবে।’ রাখিবন্ধন পালন করলেও অর্জুন অবশ্য সেই সেলিব্রেশনের কোনো ছবি পোস্ট করেননি সোশ্যাল মিডিয়ায়। বলা ভালো শুধু তিনিই নন, একাধিক অভিনেতা-অভিনেত্রীই আনন্দ উদযাপনে শামিল হলেও প্রতিবাদের সময় রাস্তায় থাকার ছবি সেভাবে পোস্ট করেননি।

তবে সারা আলি খান অবশ্য অনুরাগীদের সঙ্গে আনন্দ অনুষ্ঠানের কিছু কোলাজ ভাগ করে নিয়েছেন। আরজি কর কাণ্ডে ন্যায়বিচার চাওয়া প্রতিবাদীদের দলেও ছিলেন অভিনেত্রী। এবার ভাইদের সঙ্গে রাখি উৎসব পালনের ছবিও পোস্ট করেছেন। সাইফ আলি খান এবং কারিনা কাপুর খানের বান্দ্রার বাড়িতে ভাই-বোনদের ছোট সেলিব্রেশনের আয়োজন হয়েছিল। সেখানে ইব্রাহিম আলি খান এবং জাহাঙ্গির আলি খানের হাতে রাখি বাঁধতে দেখা গিয়েছে তাকে। জেহ যে বেশ দুষ্টুমির মেজাজেই ছিল, সেটা স্পষ্ট হয়েছে ছবিগুলো দেখে। সাইফ-কারিনার বড় ছেলে তৈমুরকে অবশ্য দেখা যায়নি সেখানে। তার না থাকার কারণ আবার জানতে চেয়েছেন একাধিক নেটিজেন। বলিউডের পাশাপাশি টলিউডের সেলেবরাও রাখিবন্ধন পালন করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App