×

বিনোদন

প্রদীপ থেকে বেরিয়ে এলো দৈত্য না পরী!

Icon

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রদীপ থেকে বেরিয়ে এলো দৈত্য না পরী!

‘আলাদীনের প্রদীপে যেভাবে দৈত্য এলো’ ওয়েব ফিল্মটির পোস্টার

   

আরব্য রজনীর আলাদীনের প্রদীপ সম্পর্কে অনেকে শুনেছেন। কিন্তু সেই প্রদীপে কীভাবে দৈত্য এলো তা কিন্তু অজানাই রয়ে গিয়েছে। অজানা এ রহস্যের সমাধান নিয়ে আগামীকাল ৬ সেপ্টেম্বর দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাচ্ছে নাটক ‘আলাদীনের প্রদীপে যেভাবে দৈত্য এলো’। রহস্যে মোড়ানো এ নাটকের কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন রাবী আহমেদ ও পরিচালনা করেছেন আদনান সৈকত।

বেকার যুবক আদনান হঠাৎ পেয়ে যায় আলাদীনের আশ্চর্য প্রদীপ। প্রদীপ থেকে দৈত্য বের হওয়ার বদলে একজন পরী বের হয়ে আসে। এরপরই তার সঙ্গে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। পরী আদনানের তিনটি ইচ্ছা পূরণ করে, তবে আদনানের শেষ ইচ্ছাই আদনানকে এক নতুন পরিস্থিতিতে ফেলে! এতে আদনান চরিত্রে অভিনয় করেছেন পার্থ শেখ, জিনিয়া চরিত্রে মারিয়া শান্ত। এছাড়াও অভিনয় করেছেন হানিফ পালোয়ান, শফিকুল হক, মুস্তাফিজ তোফা, তাসপিয়া ইসলাম প্রমুখ।

গল্প প্রসঙ্গে কাহিনি ও চিত্রনাট্যকার রাবী আহমেদ বলেন, ‘প্রদীপের চিরায়ত গল্পটা একটা অন্য পার্সপেক্টিভ থেকে বলার চেষ্টা করেছি। কেন প্রদীপ থেকে দৈত্যের পরিবর্তে পরী বের হলো? প্রদীপে কেন দৈত্য নেই? এমন সব প্রশ্নের সঙ্গে বর্তমান সময়ের কিছু সামাজিক ইস্যু যুক্ত করার চেষ্টা করেছি। আশা করি দর্শকদের ভালো লাগবে।’

নির্মাতা আদনান সৈকত জানান, ‘এটা আমার ওটিটির জন্য নির্মাণ করা প্রথম ফিকশন। বর্তমানে নাটকে যে ধরনের গল্প বলা হয় তা থেকে একটু সরে এসে নতুন কিছু করার চেষ্টা করেছি। তবে নিজেদের নিজস্বতার ছাপ রাখার পাশাপাশি দর্শকদের বিষয়টাও মাথায় ছিল। আলাদীনের এই কাহিনি নিয়ে আরো দুটি গল্প নির্মাণ অর্থাৎ একটা ট্রিলজি করার পরিকল্পনা রয়েছে। বাকিটা নির্ভর করছে দর্শক আমাদের কতখানি গ্রহণ করছে তার ওপর’।

নাটকটি প্রযোজনা করেছে বঙ্গ এবং নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে ছিল খিড়কি ফিল্মস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

ঝড়-বৃষ্টির মাঝে তাপমাত্রা বৃদ্ধির আভাস

ঝড়-বৃষ্টির মাঝে তাপমাত্রা বৃদ্ধির আভাস

ভারতে ভবনে আগুন, শিশুসহ ১৭ জন নিহত

ভারতে ভবনে আগুন, শিশুসহ ১৭ জন নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App