×

বিনোদন

‘ধুম ৪’-এ খলনায়ক সুরিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

‘ধুম ৪’-এ খলনায়ক সুরিয়া

দক্ষিণী তারকা সুরিয়া

   

‘ধুম’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। জনপ্রিয় এই হিন্দি অ্যাকশন থ্রিলার সিনেমা আগের তিন কিস্তি বেশ আলোচিত হয়েছে। এবার জানা গেল ‘ধুম’-এর চতুর্থ পর্ব নির্মাণের প্রস্তুতি চলছে। ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজিতে নায়ক নন, বরং দর্শকের আগ্রহের কেন্দ্রে থাকেন খলনায়ক। জানা গেছে, ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে চলেছেন দক্ষিণী তারকা সুরিয়া।

বেশ কয়েক মাস ধরেই নাকি প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে এই ছবি নিয়ে কথা চলছে দক্ষিণী তারকার। নায়কের পক্ষ থেকে সবুজ সংকেতও আছে। যে কোনো সময় আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। ২০০৪ সালে মুক্তি পাওয়া এই সিনেমা এতটাই জনপ্রিয়তা পায় যে, এরপর আরো দুটি ‘ধুম ২’ আর ‘ধুম ৩’ তৈরি করে যশরাজ ফিল্মস। এই সিরিজের ছবির খলনায়কই গল্পের আসল নায়ক।

সিরিজের প্রথম গল্পে জন আব্রাহাম, ‘ধুম ২-এ হৃত্বিক রোশন এবং ‘ধুম ৩’-এ আমির খানই ছিলেন ছবির মূল আকর্ষণ। ‘ধুম ৪’-এর গল্প ও চিত্রনাট্য নিয়ে লেগে পড়েছেন অয়ন মুখোপাধ্যায়, শ্রীধর রাঘবন, বিজয় কৃষ্ণ আচার্য এবং আদিত্য চোপড়া। যদিও যশরাজ প্রযোজনা সংস্থা এই বিষয়ে মুখ খুলতে চায়নি। সুরিয়া যদি ‘ধুম ৪’-এ অভিনয় করতে রাজি হয়, তাহলে এটি তার ক্যারিয়ারে দ্বিতীয় হিন্দি ছবি হতে চলেছে।

কারণ ইতোমধ্যেই পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরার আগামী হিন্দি ছবিতে মুখ্যভূমিকায় শুটিং সেরে ফেলেছেন তিনি। অক্ষয়ের ‘সরফিরা’ ছবিতেও অতিথি শিল্পী হিসেবে দেখা গিয়েছিল তাকে। উল্লেখ্য, এর আগে শোনা গিয়েছিল এই ছবিতে থাকবেন সালমান খান। এবং তার সঙ্গে থাকবেন রণবীর সিংহ। বিজয় কৃষ্ণ আচার্য ছবিটির পরিচালনা করবেন বলেও জানা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App