×

বিনোদন

জনপ্রিয় গিটারিস্ট লি গুলিবিদ্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জনপ্রিয় গিটারিস্ট লি গুলিবিদ্ধ

জ্যাক ই লি

   

প্রখ্যাত মার্কিন গিটারিস্ট জ্যাক ই লি গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার ভোরে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের নেভাদায় গুলিবিদ্ধ হন তিনি। ৬৭ বছর বয়সি গায়ককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, কুকুরকে বেড়াতে নিয়ে যাওয়ার সময় এই শিল্পীর ওপর একাধিকবার গুলি চালানো হয়। লাস ভেগাস মেট্রো পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, এটি সম্ভবত ছিল এলোপাতাড়ি গুলির ঘটনা। গায়ক সম্ভবত গুলির লক্ষ্য ছিলেন না। ঘটনার সময় রাস্তায় থাকায় গুলিবিদ্ধ হয়েছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যমে এক বিবৃতিতে লির প্রতিনিধি জানিয়েছেন, ‘লি পুরোপুরি সচেতন আছেন এবং লাস ভেগাসের একটি হাসপাতালের আইসিউতে আছেন। তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। লাস ভেগাস কর্তৃপক্ষ বিশ্বাস করে যে গুলি চালানোর ঘটনাটি সম্পূর্ণ এলোপাতাড়ি গুলি চালানোর জন্য ঘটেছে। লাস ভেগাসে এ রকম গুলি চলার ঘটনা অবশ্য নতুন নয়। এতে প্রতিক্রিয়া জানিয়ে গায়ক ওজি অসবোর্ন জানান, ‘জ্যাক ই লি’কে দেখেছি ৩৭ বছর হয়ে গেল। কিন্তু তাও ওর ওপরে গুলি চলার ঘটনা মেনে নিতে পারছি না।

ওর এবং ওর মেয়ে জেডের জন্য আমার সমবেদনা রইল। জলদি সেরে উঠুক, এই আশাই রাখব।’ যেহেতু ঘটনাটি পুলিশি তদন্তাধীন, তাই এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে চাই না। লি এবং তার পরিবার এই সময়ে তাদের গোপনীয়তাকে সম্মান করার অনুরোধ রেখেছেন ভক্ত ও সংবাদমাধ্যমের কাছে। আশির দশকে ওজি অসবোর্নের সঙ্গে গিটারিস্ট জ্যাক ই লির যুগলবন্দি মাতিয়ে রাখে সংগীতপ্রেমীদের। র?্যান্ডি রোডসের মৃত্যুর পরে ১৯৮২ সালে ওসবার্নের প্রধান গিটারিস্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন জ্যাক ই লি। তিনি ‘বার্ক অ্যাট দ্য মুন’, ‘দ্য আলটিমেট সিন’-এর মতো জনপ্রিয় অ্যালবামে কাজ করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেসিসে প্রশাসক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

বেসিসে প্রশাসক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

৯ মাসেও সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়ায় উদ্বেগ

৯ মাসেও সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়ায় উদ্বেগ

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App