ছোট পর্দায় ফিরলেন মনামী ঘোষ

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

মনামী ঘোষ
নন্দিত অভিনেত্রী মনামী ঘোষকে শেষবার দেখা গিয়েছে পদাতিক ছবিতে। মৃণাল সেনের ঘরণী গীতা সেনের চরিত্রে নজর কেড়েছেন তিনি। এবার আবার ছোট পর্দায় ফিরছেন নায়িকা? ইরাবতীর চুপকথার পর ফের সিরিয়ালে দেখা মিলেছে নায়িকাকে। স্টার জলসার অন্যতম হিট ধারাবাহিক কথা ধারাবাহিকে দেখা যায় মনামী ঘোষকে। কথা ধারাবাহিকে আলোর ফুলঝুরি নামক একটি বিশেষ পর্ব সম্প্রচারিত হয় গত রবিবার।
সেখানেই নাচ করেন মনামী ঘোষ। মনামী ঘোষ বরাবরই নাচে নজর কেড়েছেন। এবার আরো একবার তিনি এই ধারাবাহিকের বিশেষ পর্বে তার নাচের জাদুতে মুগ্ধ করেছেন সবাইকে। নায়িকা প্রোমো ভিডিও পোস্ট করে লিখেছিলেন, ‘এবার আমি বুঝতে পারছি আমার দিদা আমায় কেন ফুলঝুরি বলত।’ সেই ভিডিওতে দেখা যাচ্ছে কখনো তিনি গাড়ি করে স্টুডিওতে ঢুকছেন।
কখনো আবার তিনি মেকআপ করছেন। কখনো বা নাচ করছেন। এই ভিডিও পোস্ট করতেই অনেকেই মনামী ঘোষের এই পোস্টে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, ‘আপনার ক্যাপশন দেখে বোঝা যায় আপনার পরিবার অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন ছিল।’ দর্শনা বণিক মন্তব্য করেন বন্ধুর পোস্টে।
কথা ধারাবাহিকটি স্টার জলসার অন্যতম হিট মেগা। এটা প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে সম্প্রচারিত হয়। এখানে মুখ্য ভূমিকায় আছেন সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দে। এই ধারাবাহিকে কালীপূজা উপলক্ষে আলোর ফুলঝুরি বিশেষ পর্ব গতকাল ২৭ অক্টোবর রাত ৯.৩০টা থেকে ১১টা পর্যন্ত সম্প্রচারিত হয়।