×

মেলা

ফের দুর্গারূপে কোয়েল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ফের দুর্গারূপে কোয়েল

কোয়েল মল্লিক

   

আগেও দুর্গারূপে দেখা গিয়েছে টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিককে। এবারো মহালয়ার সকালে একটি বিনোদন চ্যানেলে দুর্গারূপে অসুর বধ করতে দেখা যাবে তাকে। সম্প্রতি তার শুটিং শেষ করলেন কোয়েল। দুর্গাপূজার সঙ্গে কোয়েলের যোগ হয়তো প্রকৃতি-প্রদত্ত। ভবানীপুরের মল্লিক বাড়িতে কোয়েলের জন্ম। সেখানে প্রতিবার দুর্গাপূজার অংশ হন তিনি।

সে জন্য কি মা দুর্গা হওয়ার প্রস্তাব পাওয়া মানে বিশেষ অনুভূতি? কোয়েল বললেন, ‘একদম তাই। এটাকে শুধু কাজ হিসেবে দেখি না। অন্যরকম অনুভূতি। সেটা মাথায় নিয়েই প্রতিবার এই অনুষ্ঠানের শুটিং করি।’ মা দুর্গা সেজে শুটিং করার সময়ে তিনি কি নার্ভাস থাকেন, নাকি বিষয়টি উপভোগ করেন? এ প্রশ্নের উত্তরে কোয়েল বললেন, ‘প্রতিবার বিষয়টি ভীষণ উপভোগ করি। একদমই নার্ভাস লাগে না। আসলে মা দুর্গার যে দশভুজা রূপ, তা সব নারীর মধ্যে আছে। একজন মহিলা সকালবেলা বহু কাজের ব্যস্ততার মধ্যে যেভাবে পরিবারের মানুষদের জন্য টিফিন তৈরি করেন, তার মধ্যে যেমন দশভুজার রূপ দেখতে পাই, তেমন বিভিন্ন পেশায় সফলভাবে কর্মরত মহিলাদের মধ্যেও দেবীর রূপ অনুভব করতে অসুবিধা হয় না। আসলে এটা নারী শক্তির উদযাপন। সেই কারণে এমন কাজের অংশ হতে আমার ভালো লাগে।’

দুর্গাপূজা আসছে- এটা অনুভব করলেই তার মন ভালো হয়ে যায়, ব্যাখ্যা করছিলেন কোয়েল। তার কথায়, ‘মা আসছেন মানে, পৃথিবীর বুকে যা দুঃখ-কষ্ট, সব কিছু মা ঘুচিয়ে দেবেন, এই প্রত্যাশায় বুক বাঁধি আমরা। তাই প্রতি বছর মা আসছেন, এটা অনুভব করলেই, মন ভালো হয়ে যায়। মনে হয়, সব সংকট কেটে যাবে।’ এবার ‘রণং দেহি’ অনুষ্ঠানে কোয়েলকে ভৈরবী রূপে যেমন দেখা যাবে, তেমন ত্রিশূল হাতে অসুর বধ করবেন দুর্গা, সেই মুহূর্তটার জন্যও অপেক্ষা রয়েছে। বিভিন্ন অ্যাকশন দৃশ্য এমনভাবে ডিজাইন করা হচ্ছে, যা নজর কাড়বে।

‘মিতিন মাসি’ ছবির শুটিংয়ের সময়ে একটা অ্যাকশন দৃশ্য করতে গিয়েই চোট পেয়েছিলেন কোয়েল। তারপর চোট সারিয়ে সেই ছবির শুটিং শেষ করেছেন। এবার অসুর বধ করতে যে অ্যাকশন করেছেন, সেই প্রসঙ্গে বললেন, ‘মিতিন মাসি’র সময়ে একটা দুর্ঘটনা ঘটেছিল। সুস্থ হওয়ার পর অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে কোনো রকম জড়তা অনুভব করিনি। আজকাল বড়পর্দায় যেসব ছবি আসছে, সেখানে অ্যাকশন ক্রমশ উন্নত হচ্ছে। দর্শকরা সেই অ্যাকশন দৃশ্যগুলো বেশ উপভোগ করছেন। সেটা মাথায় রেখেই, এবার আমাদের অনুষ্ঠানের অ্যাকশন দৃশ্যগুলো আরো উন্নত করা হয়েছে।’

তার ছেলে কবীর মা দুর্গারূপে কোয়েলকে দেখে কী বলে? ‘ওকে এখন পর্যন্ত আমার সিনেমা সেভাবে দেখাইনি। ওর বাবার সঙ্গে বেশ কয়েকবার অফিসে গিয়েছে। বাবা অফিস গিয়ে কী ধরনের কাজ করে ও জানে। তবে মা সিনেমার শুটিংয়ে কী করে, সেটা জানতই না। এর আগের বার মহালয়ার দিনের অনুষ্ঠানের জন্য শুটিং করার সময়ে ওকে নিয়ে গিয়েছিলাম। তৃতীয় নয়নের ওপরও আকর্ষণ অনুভব করেছিল। বাড়ি ফিরে জিজ্ঞাসা করেছিল, থার্ড আই কোথায় গেল?’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App