×

গ্যালারি

ক্লাব পরিচিতি

সাউদাম্পটন

Icon

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাউদাম্পটন

সাউদাম্পটন ফুটবল ক্লাব ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একটি দল। এর ডাকনাম ‘হল দ্য সেইন্টস’, যা সাউদাম্পটন শহরের নাম থেকে এসেছে। সাউদাম্পটনের বর্তমান হোম গ্রাউন্ড সেন্ট মেরি’স স্টেডিয়াম।

২০০১ সালের পূর্ব পর্যন্ত হোম গ্রাউন্ড ছিল দি ডেল। ক্লাবের ডাকনাম ‘দি সেইন্টস’ হওয়ার কারণ ১৮৮৫ সালে এটি একটি চার্চ ফুটবল দল হিসেবে প্রতিষ্ঠা পায়, যার নাম ছিল সেন্ট মেরি ইংল্যান্ড ইয়ং মেনস অ্যাসোসিয়েশন। এরা লাল ও সাদা জার্সি পরে খেলে।

ক্লাবটি ১৯৭৬ সালে এফ এ কাপ অর্জন করে। প্রিমিয়ার লিগে তাদের সর্বোচ্চ অর্জন ১৯৮৩-৮৪ মৌসুমে দ্বিতীয় হওয়া। ২৭ বছর গৌরবের সঙ্গে খেলার পর ২০০৫ সালের ১৫ মে তারা প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়। ৭ বছর পর ২০১২-১৩ মৌসুমে তারা আবার প্রিমিয়ার লিগে প্রত্যাবর্তন করে। ২০১৪-১৫ মৌসুমে তারা প্রিমিয়ার লিগে সপ্তম হয়।

তবে এবারের প্রিমিয়ার লিগের আসরে ক্লাবটি প্রিমিয়ার লিগের টেবিলের তলানিতে রয়েছে।

এ মৌসুমে ক্লাবটি ১৮টি ম্যাচ খেলে মাত্র ১টি ম্যাচে জিতেছে। আর সমতায় ফিরেছে তিনটিতে। ফলে ১৮ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট নিয়ে টেবিলের সবার নিচে বিশে রয়েছে ক্লাবটি।

বর্তমানে ক্লাবটির ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন ক্রোয়েশিয়ান পেশাদার ফুটবল কোচ ইভান জুরিখ। এদিকে ক্লাবটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন হেনরিক ক্রাফট। বর্তমানে ক্লাবটির মালিকানায় রয়েছে লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান স্পোর্টস রিপাবলিক।

য় কাগজ ডেস্ক

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির এমপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ

ফরিদপুর-৩ মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির এমপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ

নগরের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য স্বাস্থ্য নিরাপত্তা স্কিম চালু

নগরের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য স্বাস্থ্য নিরাপত্তা স্কিম চালু

বৃহত্তর ঐক্যের স্বার্থে আট দলের সঙ্গে নির্বাচন করব : নাহিদ ইসলাম

বৃহত্তর ঐক্যের স্বার্থে আট দলের সঙ্গে নির্বাচন করব : নাহিদ ইসলাম

জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিলো এলডিপি ও এনসিপি

জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিলো এলডিপি ও এনসিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App