×

গ্যালারি

ক্লাব পরিচিতি

আর্সেনাল

Icon

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আর্সেনাল

আর্সেনাল ফুটবল ক্লাব বা সংক্ষেপে আর্সেনাল ইংরেজ ফুটবলের ইতিহাসে অন্যতম সফল ক্লাব। দলটির খেলোয়াড়দের ডাকসা গানার্স।

আর্সেনালের প্রতিষ্ঠা ১৮৮৬ সালে দক্ষিণ-পূর্ব লন্ডনের ওউলিচে। ১৯১৩ সালে হাইবারিতে স্থানান্তরিত হয়। সেখানে স্থাপিত হয় আর্সেনাল স্টেডিয়াম। এরপর ২০০৬ সালের মে মাসে লন্ডনের হলোওয়েতে, এমিরেট?স স্টেডিয়াম তাদের প্রধান কার্যালয় হিসেবে আত্মপ্রকাশ করে। আর্সেনাল মোট ১৩ বার প্রথম বিভাগ এবং ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা, ১০ বার লিগ কাপের শিরোপা জেতে। গতবার প্রিমিয়ার লিগ শেষ করেছে দ্বিতীয় স্থানে থেকে। প্রথাগতভাবে আর্সেনালের রঙ লাল-সাদা। তবে ইতিহাসে বেশ কয়েকবার তারা তা পরিবর্তন করেছে। ইংরেজ ফুটবলে অন্যতম ধনী ক্লাব আর্সেনাল। ১৯৯৬ সালে আর্সেনালের দায়িত্ব নেন ফরাসি আর্সেন ওয়েঙ্গার। ওয়েঙ্গার এসেই দলের কৌশল এবং প্রশিক্ষণে ব্যাপক পরিবর্তন আনেন। সঙ্গে তিনি দলে আনেন বিশ্বের বিভিন্ন দেশের খেলোয়াড় যারা দলের অন্য ইংরেজ খেলোয়াড়দের সঙ্গে পাল্লা দিতে সমর্থ হয়। আর্সেনাল ১৯৯৭-৯৮ ও ২০০১-০২ সালে আবারো যুগল শিরোপা ঘরে তুলে আনে। ১৯৯৯-০০ সালে তারা উয়েফা কাপের ফাইনালে পরাজিত হয় এবং সেই প্রতিক্ষীত শিরোপা তারা অর্জন করে ২০০২-০৩ সালে। ২০০৩-০৪ সালে তারা অপরাজিত থেকে লিগ শিরোপা অর্জন করে। এই কারণে ক্লাবটির নতুন ডাক নাম হয় দ্য ইনভিন্সিব?ল। টানা ৪৯ ম্যাচে অপরাজিত থেকে ক্লাবটি জাতীয় রেকর্ড স্থাপন করে। সেখান থেকে ইউরোপীয় ফুটবলের পরাশক্তি হিসেবে আর্সেনালের আবির্ভাব হয়।

য় কাগজ ডেস্ক

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির এমপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ

ফরিদপুর-৩ মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির এমপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ

নগরের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য স্বাস্থ্য নিরাপত্তা স্কিম চালু

নগরের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য স্বাস্থ্য নিরাপত্তা স্কিম চালু

বৃহত্তর ঐক্যের স্বার্থে আট দলের সঙ্গে নির্বাচন করব : নাহিদ ইসলাম

বৃহত্তর ঐক্যের স্বার্থে আট দলের সঙ্গে নির্বাচন করব : নাহিদ ইসলাম

জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিলো এলডিপি ও এনসিপি

জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিলো এলডিপি ও এনসিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App