×

খেলা

তাইওয়ানে স্বর্ণ জিতল বাংলাদেশের তামিম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

তাইওয়ানে স্বর্ণ জিতল বাংলাদেশের তামিম
   

কাগজ প্রতিবেদক : তাইওয়ানের ন্যাশনাল স্কুল অ্যাথলেটিকস ও চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির একটি দল। যেখানে বিকেএসপির তামিম হোসেন সাফল্য পেয়েছেন। তিনি ট্রিপল জাম্পে ১৪ দশমিক ৭৭ মিটার লাফিয়ে সোনার পদক জিতেছেন। এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছেন ৪ জন বালক ও বালিকা।

এর মধ্যে ৪০০ মিটার স্প্রিন্টে হাফিজুর রহমান ও ১০০ মিটার নারী স্প্রিন্টে সুমাইয়া আক্তার উঠেছেন সেমিফাইনালে। তাইওয়ানে বিকেএসপি দলের কোচ হিসেবে ফৌজিয়া হুদা জুঁই ও শাহাদাত হোসেন ভূঁইয়া দলের সঙ্গে আছেন।

তাইওয়ান থেকে জুঁই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, তাদের সাফল্যের কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘এরই মধ্যে আমাদের একজন অ্যাথলেট স্বর্ণ জিতেছে। পরের ধাপে উত্তীর্ণ হয়েছে আরো দুইজন। ভালো ফলাফলের প্রত্যাশা করছি।’

ন্যাশনাল স্কুল অ্যাথলেটিকস ও চ্যাম্পিয়নশিপে বিকেএসপি থেকে অংশগ্রহণ করেছে ১০ সদস্যের দল। গত ৩ নভেম্বর দলটি বাংলাদেশ ছাড়ে বিকেএসপির জনসংযোগ অফিস থেকে, এমনটিই জানানো জানানো হয়েছে। প্রতিযোগিতাটি চলবে আগামী ৯ নভেম্বর পর্যন্ত। এরপর আগামী ১১ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে তাদের। প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও মালয়েশিয়া, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর ও স্বাগতিক তাইওয়ান অংশগ্রহণ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেসিসে প্রশাসক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

বেসিসে প্রশাসক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

৯ মাসেও সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়ায় উদ্বেগ

৯ মাসেও সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়ায় উদ্বেগ

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App