×

ভিডিও

নেপালের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামবে টাইগাররা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৪, ০৭:৪৩ পিএম

   

২০ দল নিয়ে নবম আসরের টি-২০ বিশ্বকাপে প্রথম রাউন্ডের লড়াই জমে উঠেছে শেষের দিকে। অস্ট্রেলিয়া নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে হারানোয় সপ্তম দল হিসেবে সুপার এইটে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। বাকি রইল ১টি স্পট, যার দিকে অধীর আগ্রহে চেয়ে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। নেপালের বিপক্ষে জিততে পারলে কোন শঙ্কা ছাড়াই শান্তরা চলে যাবে সুপার এইটে। তবে হারলে পড়তে হবে জটিল সমীকরণে। 

তাই প্রতিপক্ষ হিসেবে সহজ হলেও নেপালের বিপক্ষে অতি সাবধানী খেলাটাই খেলতে হবে টাইগারদের। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে উদ্বেগের নাম টপ অর্ডার। যদিও বিশ্বকাপ শুরুর আগে থেকে টিম ম্যানেজমেন্টকে ভোগাচ্ছে এই টপ অর্ডার। আগে ব্যাটিং হোক কিংবা পরে, উইকেটে থিতু হতে পাচ্ছেন না উদ্বোধনী জুটি।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জুটির স্থায়িত্ব ৩, ৯ ও ১ রান। এমন অবস্থায় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে লড়বে টাইগাররা। এখন প্রশ্ন, ফর্মহীনতায় ভুগতে থাকা বাংলাদেশের টপ অর্ডারে কি পরিবর্তন আসবে? তবে শেষ ম্যাচে তানজিদ হাসান তামিমের ২৬ বলে ৩৫ রান আস্থার জায়গা তৈরি করেছে। 

তবে হতশ্রী পারফরম্যান্স অধিনায়ক নাজমুল হাসান শান্তর। বিশ্বকাপে শেষ তিন ম্যাচে তার রান মাত্র ২২। অথচ বিশ্বকাপের আগেই দারুণ পারফরম্যান্সে দেখিয়ে অধিনায়কত্বের পদে ভূষিত হন।

অন্যদিকে ওয়ান ডাউনে নামা লিটনের ব্যাটেও খুব একটা হাসছেনা। নেপালের বিপক্ষে ভরসা রাখবেন টিম ম্যানেজম্যান্টের। এরপরেই নামবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বকাপে বাজে শুরুর পর ডাচদের বিপক্ষে ৬৫ রানের দুর্দান্ত কামব্যাক আবারো মনে করিয়ে দিলেন লিজেন্ডরা যেকোন সময় জ্বলে উঠেন।

এরপর ৫ নম্বরে নামবেন তাওহীদ হ্রদয়। বিশ্বকাপে দর্শকদের হ্রদয়ে থাকবেন দারুণ সব ইনিংসের জন্য। নেপালের বিপক্ষেও ব্রিলিয়ান্ট সব ছক্কা দেখার অপেক্ষায়। 

এ ছাড়া পার্ট টাইমার হিসেবে দারুণ করছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিন ম্যাচে একবারও ৪ ওভারের কোটা পূরণ করেননি তিনি। তবে ব্যাক থ্রু ঠিক দিয়েছেন ডানহাতি এই অভিজ্ঞ স্পিনার।

ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাতে আঘাত পান দারুণ ছন্দে থাকা শরীফুল ইসলাম। বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানা গেছে সুস্থ হয়ে একাদশে ফেরার অপেক্ষায় আছেন তিনি।

বাঁ-হাতি এই পেসারের পরিবর্তে একাদশে সুযোগ পেয়ে দারুণভাবে কাজে লাগান তানজিম হোসেন সাকিব। উইকেট শিকারের পাশাপাশি তার ইকোনমিও কম। বাংলাদেশের স্কোয়াডে আরো দুজন স্পিনার রয়েছেন।তারা হলেন বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলাম ও অফ-স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান। স্পিন-বান্ধব উইকেটের বিবেচনায় আসতে পারেন দুজনের যে কেউ। তবে লেগ স্পিনার রিশাদ হোসেন আছেন দারুণ ছন্দে। তিন ম্যাচে শিকার করেছেন ৭ উইকেট।অন্যদিকে মোস্তাফিজ তাসকিন বোলিং লাইনটাকে রেখেছেন পাকাপোক্ত।

টাইমলাইন: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App