×

ভিডিও

ইউক্রেনে যুদ্ধ থামাতে পুতিনকে আল্টিমেটাম ট্রাম্পের, বেকায়দায় পড়বে যেসব দেশ

Icon

দুরুল হক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০৪:৫১ পিএম

ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে রাশিয়াকে ৫০ দিনের আল্টিমেটাম দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। না হলে চীন, ভারত, ব্রাজিল, তরস্ক মহাবিপাকে পড়বে বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। এতে বিশ্ব রাজনীতিতে নতুন করে তোলপাড় সৃষ্টি হয়েছে।

১৪ জুলাই হোয়াইট হাউসে ভয়ংকর সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুত্তের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এসময় মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনে যুদ্ধ থামাতে রাশিয়াকে বারবার তাগাদা দিচ্ছি আমি। কিন্তু তাতে মোটেও কর্ণপাত করছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে ভীষণ হতাশ আমি। তাই এবার তাকে  ৫০ দিন সময় দিচ্ছি। এর মধ্যে কিয়েভের সঙ্গে চুক্তি না করলে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে মস্কোকে। 

ট্রাম্প বলেন, রাশিয়ার ওপর খুবই বড় সেকেন্ডারি শুল্ক আরোপ করবো আমরা। সেটা ১০০ শতাংশ। যেসব দেশ রুশ পণ্য কিনবে, সেসব দেশের ওপর তা কার্যকর হবে। অর্থাৎ রাশিয়ার বাণিজ্যিক অংশীদারদের পণ্যে তা ধার্য হবে। 

এর মানে ওই দেশগুলো থেকে আমেরিকায় আমদানিকৃত পণ্যে ১০০ শতাংশ হারে শুল্ক বসবে। ফলে চড়া মূল্য দিতে হবে চীন, ভারত, ব্রাজিল ও তুরস্কের মতো দেশকে। কারণ, রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরশীল তারা।

আগে পশ্চিম এশিয়ার দেশগুলো থেকে তেল আমদানি করতো ভারত। কিন্তু বিগত কয়েক বছর ধরে সেগুলো থেকে কমিয়ে রাশিয়ার দিকে ঝুঁকেছে দেশটি। ২০২৩ সালে নিজেদের প্রয়োজনীয় তেলের ৩৫ শতাংশই মস্কো থেকে আমদানি করেছে নয়াদিল্লি। 

সম্প্রতি ইরান-ইসরায়েল সংঘাতে বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হয়। এই পরিস্থিতিতে রাশিয়া থেকে তেল আমদানি আরো বাড়িয়েছে ভারত।  ফলে রাশিয়ার ওপর ট্রাম্পের সেকেন্ডারি শুল্ক আরোপে বেকায়দায় পড়তে পারে দেশটি। কারণ, মস্কো থেকে তেল আমদানি করলে আমেরিকায় নিজেদের পণ্য রপ্তানিতে বাড়তি শুল্ক দিতে হবে ভারতকে।

রাশিয়া থেকে ব্যাপক পরিমাণে তেল ও কয়লা আমদানি করে চীন। ২০২৪ সালে ২৪৪.৮ বিলিয়ন ডলার বাণিজ্য করেছে দুই দেশ। আগের বছরের তুলনায় যা ১.৯ শতাংশ বেশি। এ প্রেক্ষাপটে রাশিয়ার ওপর ট্রাম্পের সেকেন্ডারি শুল্ক আরোপ বিপাকে ফেলতে পারে চীনকে। কারণ, মস্কো থেকে জ্বালানি কিনলে আমেরিকায় নিজেদের পণ্য রপ্তানিতে অতিরিক্ত শুল্ক গুণতে হবে বেইজিংকে।

অনুরূপভাবে রাশিয়ার জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল ব্রাজিল ও তুরস্ক। নিজেদের চাহিদার অনেকটাই মস্কো থেকে জোগান দেয় তারা। এ অবসায় রাশিয়ার ওপর ট্রাম্পের সেকেন্ডারি শুল্ক আরোপ সমস্যায় ফেলতে পারে দুই দেশকে। কারণ, মস্কো থেকে জ্বালানি সরবরাহ করলে মার্কিন মুলুকে নিজেদের পণ্য রপ্তানিতে বাড়তি শুল্ক দিতে হবে তুরস্ক ও ব্রাজিলকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কত সম্পত্তির মালিক ক্যাটরিনা

কত সম্পত্তির মালিক ক্যাটরিনা

সকালে খালি পেটে যতটুকু পানি পান করবেন

সকালে খালি পেটে যতটুকু পানি পান করবেন

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে সিরিজ শুরু বাংলাদেশের

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে সিরিজ শুরু বাংলাদেশের

সব ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সচেতন থাকার আহ্বান আমিনুল হকের

সব ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সচেতন থাকার আহ্বান আমিনুল হকের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App