×

আবহাওয়া

তেঁতুলিয়ায় শীতের দাপট, বিপাকে নিম্ন আয়ের মানুষ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:২১ এএম

তেঁতুলিয়ায় শীতের দাপট, বিপাকে নিম্ন আয়ের মানুষ

ছবি : সংগৃহীত

পঞ্চগড়ে শীতের তীব্রতা দিন দিন বেড়েই চলেছে। টানা চার দিন ধরে জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই অবস্থান করছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই হিমেল বাতাসে জনজীবন স্থবির হয়ে পড়ে।

সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর ও শ্রমজীবী মানুষ। ভোরের হাড়কাঁপানো ঠান্ডা উপেক্ষা করে মাঠে-ঘাটে রোজগারের জন্য ছুটে যাওয়া তাদের জন্য ক্রমেই কষ্টকর হয়ে উঠছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোর ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ। সোমবার সকাল ৯টায় রেকর্ড করা ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। যদিও আজ ঘন কুয়াশা ছিল না, তবে ভোরে হালকা কুয়াশা দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠলেও উষ্ণতা তেমন পাওয়া যায়নি।

গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, তার আগের দিন ছিল ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

শীত বাড়ায় সাধারণ মানুষের দুর্ভোগও বেড়েছে কয়েকগুণ। রাস্তাঘাট, বাড়ির সামনে, চা-স্টলের পাশে খড়কুটো জ্বালিয়ে অনেকে শীত নিবারণের চেষ্টা করছেন। বিশেষ করে নিম্ন আয়ের মানুষদের ঠান্ডা আর কুয়াশার সঙ্গে লড়াই করেই দিন কাটাতে হচ্ছে।

সদর উপজেলার হাড়িভাসা এলাকার দিনমজুর রমজান আলী বলেন, ‘ভোরে কাজের জন্য বের হইতে গেলেই হাত-পা বরফের মতো ঠান্ডা লাগে। কাজে মনই বসে না।’

ভ্যানচালক জাহিদুল হক জানান, ‘সকালে কুয়াশার ভেতর রিকশা চালাইতে খুব সমস্যা হয়। ভাড়া পাই কম, আর শীতে গা-হাত জমে আসে।’

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত চার দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে। ডিসেম্বরের শুরুতেই এমন আবহাওয়া দেখা দেওয়ায় সামনের দিনগুলোতে শৈত্যপ্রবাহ আরও জোরদারের আশঙ্কা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নির্বাচনের তফসিল কাল বা পরশু, ব্যালটে থাকছে না স্থগিত দলের প্রতীক

নির্বাচনের তফসিল কাল বা পরশু, ব্যালটে থাকছে না স্থগিত দলের প্রতীক

মার্চে চলবে পাবনা-ঢাকা ট্রেন : বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন 

মার্চে চলবে পাবনা-ঢাকা ট্রেন : বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন 

আসছে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল!

আসছে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল!

রোকেয়ার আদর্শে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান

প্রধান উপদেষ্টা রোকেয়ার আদর্শে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App