×

দুর্ঘটনা

রামুতে বাস-ক্যাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১১:৪৪ এএম

রামুতে বাস-ক্যাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ছবি : সংগৃহীত

কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাস ও ক্যাভার্ডভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত সাতজন। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সোমবার (১৬ জুন) সকাল ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুর রশিদনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

রামু তুলাবাগান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী পুরবী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও ঢাকা থেকে কক্সবাজারগামী একটি ক্যাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি সড়ক থেকে ছিটকে গিয়ে পাশের খাদে পড়ে যায় এবং ক্যাভার্ডভ্যানটি গিয়ে ধাক্কায় আটকে পড়ে একটি গাছের সঙ্গে।

তিনি আরো জানান, ঘটনাস্থলেই তিনজন বাসযাত্রী প্রাণ হারান। নিহতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী এবং একটি শিশু রয়েছে। আহত সাতজনকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পরপরই বাস ও ক্যাভার্ডভ্যানের চালকরা পালিয়ে যান বলে জানান ওসি নাছির।

তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধারের কাজ চলছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই যানবাহনের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষটি ঘটে। তবে দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার প্রিয় ব্যক্তিত্ব: আসিফ নজরুল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার প্রিয় ব্যক্তিত্ব: আসিফ নজরুল

জামিন পেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস

জামিন পেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস

প্রথম প্রান্তিকে বিদেশি বিনিয়োগ বেড়েছে দ্বিগুণেরও বেশি

প্রথম প্রান্তিকে বিদেশি বিনিয়োগ বেড়েছে দ্বিগুণেরও বেশি

চিহ্নিত সন্ত্রাসীদের ধরতে চিরুনি অভিযান শুরু হতে পারে

স্বরাষ্ট্র উপদেষ্টা চিহ্নিত সন্ত্রাসীদের ধরতে চিরুনি অভিযান শুরু হতে পারে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App