×

যুক্তরাষ্ট্র

পশ্চিমতীরে মার্কিন যুবক হত্যার তদন্ত দাবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০৩:৫৩ পিএম

পশ্চিমতীরে মার্কিন যুবক হত্যার তদন্ত দাবি

ছবি : সংগৃহীত

অধিকৃত পশ্চিমতীরে সাইফোল্লাহ মুসাল্লেত নামের এক মার্কিন যুবককে পিটিয়ে হত্যা করেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। 

এ ঘটনার নিজস্ব তদন্ত শুরু এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনার জন্য মার্কিন সরকারের কাছে দাবি জানিয়েছে নিহতের পরিবার। 

এক প্রতিবেদনে আল-জাজিরা বলছে, অধিকৃত পশ্চিমতীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ২০ বছর বয়সি মার্কিন যুবক সাইফোল্লাহ মুসাল্লেতকে পিটিয়ে হত্যা করেছে। 

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, শুক্রবার (১১ জুলাই) রামাল্লার উত্তরে সিনজিল শহরে ইহুদি বসতি স্থাপনকারীরা সাইফোল্লাহ মুসাল্লেতের ওপর হামলা করে হত্যা করে।

ফ্লোরিডার টাম্পার মুসালেটে থাকা আত্মীয়-স্বজনদের উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, তাকে ইসরায়েলের বসতি স্থাপনকারীরা পিটিয়ে হত্যা করেছে। 

এ ঘটনায় মুসাল্লেতের পরিবার এক বিবৃতিতে জানিয়েছে, গত শুক্রবার হামলার সময় ইসরােয়েলি বসতি স্থাপনকারীরা তাকে পিটিয়ে তিন ঘণ্টা ধরে ঘিরে রেখেছিল এবং তার কাছে পৌঁছানোর চেষ্টা করা চিকিৎসকদের ওপর হামলা চালিয়েছিল।

বিবৃতিতে বলা হয়েছে, নিহত সাইফোল্লাহ একজন ‘দয়ালু, পরিশ্রমী এবং ব্যাপক সম্মানিত যুবক ছিলেন, তিনি তার স্বপ্ন গড়ে তোলার জন্য কাজ করছিলেন’। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এটি একটি অকল্পনীয় দুঃস্বপ্ন এবং অবিচার, যার মুখোমুখি যেন কোনো পরিবারকে কখনো না হতে হয়’। 

এতে আরও বলা হয়, আমরা মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাছে দাবি জানাচ্ছি যে, তারা অবিলম্বে তদন্ত পরিচালনা করুক এবং সাইফের হত্যাকারী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের তাদের অপরাধের জন্য জবাবদিহি করুক। আমরা ন্যায়বিচার দাবি করছি। 

ওয়াশিংটন এর আগে ইসরায়েলি বাহিনীর মার্কিন নাগরিকদের হত্যার তদন্তের আহ্বানকে প্রত্যাখ্যান করেছে। পরিবর্তে মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইসরায়েলই তাদের নিজস্ব নির্যাতনের তদন্ত করতে সক্ষম।

২০২২ সাল থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনী কমপক্ষে ৯ জন মার্কিন নাগরিককে হত্যা করেছে। যার মধ্যে আল-জাজিরার প্রচণ্ড জনপ্রিয় প্রবীণ প্রতিবেদক শিরিন আবু আকলেহও রয়েছেন।  কিন্তু কোনো ঘটনারই ফৌজদারি অভিযোগ আনা হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তারেক রহমানকে আরো সাবধান হতে বললেন জিহাদ

তারেক রহমানকে আরো সাবধান হতে বললেন জিহাদ

বিআরটিএ চেয়ারম্যানের ওপর ক্ষোভ ঝাড়লেন সিএনজি চালকরা

বিআরটিএ চেয়ারম্যানের ওপর ক্ষোভ ঝাড়লেন সিএনজি চালকরা

বিআরটিএ চেয়ারম্যানের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ

বিআরটিএ চেয়ারম্যানের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ

ডলারের বিপরীতে বেড়েছে টাকার মান

ডলারের বিপরীতে বেড়েছে টাকার মান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App