নাইজেরিয়ায় মসজিদে বন্দুকধারীদের হামলা, প্রাণ গেল ২৭ জনের

কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ০৮:২৩ এএম

ছবি : সংগৃহীত
নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে ফজর নামাজের সময় সশস্ত্র ডাকাতদের হামলায় অন্তত ২৭ জন মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অনেকে আহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ আগস্ট) ভোর ৪টার দিকে উঙ্গুওয়ান মানতাউ গ্রামের একটি মসজিদে এ হামলা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে এক গ্রামপ্রধান এবং একজন হাসপাতালের কর্মকর্তা আল জাজিরাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজ চলাকালে হঠাৎ বন্দুকধারীরা মসজিদের ভেতরে গুলি চালালে মুসল্লিরা আতঙ্কে দিগবিদিক ছোটাছুটি করেন। পলায়নরতদের লক্ষ্য করেও গুলি ছোড়ে হামলাকারীরা।
তাৎক্ষণিকভাবে কোনো পক্ষ এ হামলার দায় স্বীকার করেনি। তবে উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্য নাইজেরিয়ায় এ ধরনের হামলা প্রায় নিয়মিত। জমি ও পানির সীমিত প্রবেশাধিকার নিয়ে স্থানীয় পশুপালক ও কৃষকদের সংঘর্ষ এর বড় একটি কারণ বলে জানা গেছে।
আরো পড়ুন : নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট বুহারি লন্ডনে মারা গেছেন
এর আগে জুন মাসে উত্তর-মধ্য নাইজেরিয়ায় এক হামলায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। এ ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সরকারকে বেনু রাজ্যে চলমান সহিংসতা বন্ধে জরুরি পদক্ষেপ নিতে আহ্বান জানায়। সংস্থার দাবি, বেনুর ইয়েলওয়াটায় সন্ত্রাসীদের তৎপরতা বেশি।
বিশ্লেষকরা বলছেন, দীর্ঘস্থায়ী সংঘাত আরো মারাত্মক রূপ নিচ্ছে। ক্রমশ বেশি সংখ্যক পশুপালক অস্ত্র হাতে নিচ্ছে, ফলে সহিংসতা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
রাজ্যের কমিশনার নাসির মুয়াজু জানান, হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে উঙ্গুওয়ান মানতাউ এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, সরকার এমন হামলা রোধে কঠোর পদক্ষেপ নেবে।