হাসপাতালে ভর্তি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ০৮:৫০ এএম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত
চোখের চিকিৎসা করিয়ে থাইল্যান্ড থেকে দেশে ফেরার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে মির্জা ফখরুলকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় বলে বিএনপি মিডিয়া সেল নিশ্চিত করেছে।
সংগঠনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সেদিন সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মির্জা ফখরুল। এরপর তিনি গুলশানে দলের বৈঠকে অংশ নেন রাত ১১টা পর্যন্ত। বৈঠক শেষে অসুস্থতা অনুভব করলে রাত ১টার দিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে।
আরো পড়ুন : জুলাই সনদকে সংবিধানের ওপর রাখলে খারাপ নজির হবে: সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন নিজেই তাকে হাসপাতালে নিয়ে যান। রাত ১টার সময় অধ্যাপক ড. এনএএম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে তাকে ভর্তি করা হয় এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।
ড. জাহিদ হোসেন বলেন, আলহামদুলিল্লাহ এখন মহাসচিবের অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। সবাই তার জন্য দোয়া করবেন।
এর আগে চোখের ফলোআপ চিকিৎসা শেষে মঙ্গলবার সন্ধ্যায় ব্যাংকক থেকে ঢাকায় ফেরেন মির্জা ফখরুল। সঙ্গে ছিলেন তার স্ত্রী রাহাত আরা বেগম। দেশে ফিরে প্রথমে গুলশানের বাসায় যান এবং এরপর দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে বাসায় গিয়ে অসুস্থ বোধ করলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাকে।