থাইল্যান্ডে অনুষ্ঠেয় বিমসটেক শীর্ষ সম্মেলন স্থগিত
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ০১:১৮ পিএম
ছবি : সংগৃহীত
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠেয় ষষ্ঠ শীর্ষ বিমসটেক শীর্ষ সম্মেলন স্থগিত করা হয়েছে। দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে সাত জাতির আঞ্চলিক জোটের শীর্ষ নেতাদের সম্মেলন স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকায় বিমসটেক সচিবালয় ও থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, থাই পররাষ্ট্র মন্ত্রণালয় অনানুষ্ঠানিকভাবে বিমসটেক শীর্ষ সম্মেলন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এ কথা সদস্য দেশগুলোকে জানিয়ে দেয়া হয়েছে। তবে আগামী কয়েক মাসের মধ্যে শীর্ষ সম্মেলন আয়োজন করা হবে বলে জানিয়েছে থাইল্যান্ড।
আরো পড়ুন : থাইল্যান্ডে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সবার নিহতের শঙ্কা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউসূসের বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার কথা ছিল। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছিল, বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার মাধ্যমে প্রথম বিদেশ সফর হওয়ার কথা ছিল অন্তর্বর্তী সরকার প্রধান। ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যাওয়ার কথা ছিল।
প্রসঙ্গত, দুর্নীতির দায়ে দণ্ডিত একজন সাবেক আইনজীবীকে মন্ত্রিসভায় নিয়োগ দেওয়ার কারণে থাইল্যান্ডের সাংবিধানিক আদালত ১৪ আগস্ট প্রধানমন্ত্রী হিসেবে স্রেথা থাভিসিনকে দায়িত্ব থেকে সরিয়ে দেন। এর দু’দিন পর পিউ থাই পার্টির আরেক নেতা পেতংতার্ন সিনাওয়াত্রাকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করে দেশটির পার্লামেন্ট। ৩৭ বছর বয়সী পেতংতার্ন সাবেক প্রধানমন্ত্রী ও ধনকুবের থাকসিন সিনাওয়াত্রার মেয়ে। গত রবিবার তাকে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন রাজা মহা ভাজিরালংকর্ন।
