×

বিএনপি

তারেক রহমান

বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল জাতিকে মেধাশূন্য করার সুপরিকল্পিত ষড়যন্ত্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৩ পিএম

বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল জাতিকে মেধাশূন্য করার সুপরিকল্পিত ষড়যন্ত্র

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নিহত শিক্ষক, চিকিৎসক, লেখক, সাংবাদিক, শিল্পীসহ সকল শহীদ বুদ্ধিজীবীকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন তিনি। একই সঙ্গে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

দিবসটি উপলক্ষে দেওয়া এক বাণীতে তারেক রহমান বলেন, ১৪ ডিসেম্বর মূলত জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করার দিন। তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবীরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। অন্যায়ের বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছিলেন এবং স্বাধীনতার পক্ষে কলম ধরেছিলেন। তাদের জীবন ও কর্ম আজও জাতিকে অনুপ্রাণিত করে যাচ্ছে।

তারেক রহমান বলেন, বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ড ছিল দেশকে মেধাশূন্য করার একটি গভীর ও সুপরিকল্পিত চক্রান্ত। এর উদ্দেশ্য ছিল স্বাধীনতার বিজয়কে বাধাগ্রস্ত করা। বিজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে দেশের শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করার সেই ঘটনা আজও পুরো জাতিকে বেদনাহত করে। তবে শহীদ বুদ্ধিজীবীরা যে আদর্শ রেখে গেছেন—জ্ঞান-বিজ্ঞানচর্চা, মুক্ত চিন্তা, ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সম্প্রীতির চেতনা এবং একটি উন্নত ও প্রগতিশীল দেশ গড়ার প্রত্যয়—তা আজও মানুষকে উদ্বুদ্ধ করে। একটি আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণই ছিল তাদের অভীষ্ট লক্ষ্য।

আরো পড়ুন : জুলাই অভ্যুত্থান নস্যাৎ করার সব প্রচেষ্টার বিরুদ্ধে দলগুলো ঐক্যবদ্ধ

তিনি বলেন, স্বাধীনতার অর্ধশতাব্দি পার হলেও শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। গণতন্ত্র বারবার সংকটে পড়েছে এবং একদলীয় দুঃশাসনের পরিবেশ তৈরি করে রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশকে বাধাগ্রস্ত করা হয়েছে। অনেক রক্ত ঝরলেও মতপ্রকাশের স্বাধীনতা, লেখার ও বলার অধিকার এখনো সংকট থেকে মুক্ত হতে পারেনি।

তারেক রহমান মনে করেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতনের পর যদি আইনের শাসন, স্বাধীন বিচার বিভাগ এবং বহুপথ ও বহুমতের রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায়, তাহলেই শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ বাস্তবায়িত হবে।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শহীদ বুদ্ধিজীবীদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

বাংলাদেশে দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়া হবে: হাসনাত

বাংলাদেশে দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়া হবে: হাসনাত

হাদি আমার সন্তানতূল্য, প্রতিদ্বন্দ্বী নন: মির্জা আব্বাস

হাদি আমার সন্তানতূল্য, প্রতিদ্বন্দ্বী নন: মির্জা আব্বাস

হাদির বর্তমান অবস্থা সম্পর্কে যা জানালো মেডিকেল বোর্ড

হাদির বর্তমান অবস্থা সম্পর্কে যা জানালো মেডিকেল বোর্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App