×

অস্ট্রেলিয়া

ইসরায়েলি পর্যটকদের কুকুরের মতো তাড়িয়ে দিলেন নারী!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০৯:১০ এএম

 ইসরায়েলি পর্যটকদের কুকুরের মতো তাড়িয়ে দিলেন নারী!

ইসরায়েলি পর্যটকদের তাড়িয়ে দিলেন নারী

অস্ট্রেলিয়ার এক নারী পরিচয় জানতে পেরে দুই ইসরায়েলি পর্যটককে নিজের দোকান থেকে দূর দূর করে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ওই দুই ইসরায়েলি উত্তরপূর্ব অস্ট্রেলিয়ার টাউনসভিলেতে ঘুরতে গেছেন।খবর জেরুজালেম পোস্টের।

শনিবার (২৩ নভেম্বর) তারা ‘ফ্লাইন্ডার্স টোবাকো’ নামের একটি দোকানে গিয়েছিলেন। দোকানে তারা গিয়ে দেখতে পান সেখানে একটি সাইনবোর্ড আছে। যেটিতে ফিলিস্তিনিদের সহায়তা করার অনুরোধ জানানো হয়েছে।

সাইনবোর্ডটি দেখতে পেয়ে তারা দোকানের ভেতর থাকা নারীকে জিজ্ঞেস করেন, তিনি কী জানেন ফিলিস্তিনিদের জন্য যে সহায়তা সংগ্রহ করা হচ্ছে সেগুলো কোথায় যাচ্ছে।

এছাড়া ওই সময় নিজেদের পরিচয়ে দিয়ে জানান ‘আমরা ইসরায়েল থেকে ঘুরতে এসেছি। ইসরায়েলি পরিচয় শোনা মাত্র তাদের নিজের দোকান থেকে বের হয়ে যেতে বলেন ওই নারী।

এছাড়া তাদের বর্বর জাতি বলে গালাগাল করেন। তিনি দুই ইসরায়েলি পর্যটককে উদ্দেশ্য করে বলেন, আমি ইসরায়েলকে গোনায় ধরি না। কিন্তু আমি যেটি গোনায় ধরি সেটি হলো তোমরা নোংরা ইহুদি।

অস্ট্রেলিয়ার মানহানি বিরোধী কমিশন জানিয়েছে, ওই নারী নিজের হাতে একটি শাবলও নিয়েছিলেন যেন ইসরায়েলিরা তার দোকানের ধারেকাছে না আসে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার জব্দ

পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার জব্দ

ডাকসু নির্বাচনে ২৩ পদে জয় শিবিরের

ডাকসু নির্বাচনে ২৩ পদে জয় শিবিরের

শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা, সবাই একসঙ্গে কাজ করব

সাদিক কায়েম শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা, সবাই একসঙ্গে কাজ করব

নির্বাচনে জয় শিক্ষার্থীদের, ব্যক্তিগত নয়: জিএস ফরহাদ

নির্বাচনে জয় শিক্ষার্থীদের, ব্যক্তিগত নয়: জিএস ফরহাদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App