×

মধ্যপ্রাচ্য

কাতারে ইসরায়েলি হামলায় ক্ষুব্ধ ট্রাম্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৩ এএম

কাতারে ইসরায়েলি হামলায় ক্ষুব্ধ ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

কাতারের রাজধানী দোহার আবাসিক এলাকায় হামাসের নেতাদের লক্ষ্যবস্তু করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের এই হামলা মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্র এই হামলাকে ‘একতরফা’ আখ্যা দিয়েছে।

তারা জানিয়েছে, এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থের পরিপন্থী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনায় ‘খুব অসন্তুষ্ট’ এবং বুধবার (১০ সেপ্টেম্বর) এ বিষয়ে পূর্ণাঙ্গ বিবৃতি দেবেন বলে জানিয়েছেন।

ওয়াশিংটনের এক রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, আমি এতে খুশি নই। এটি ভালো পরিস্থিতি নয়। আমরা জিম্মিদের মুক্তি চাই, তবে আজ যা ঘটেছে তাতে আমরা সন্তুষ্ট নই।

ইসরায়েল যদিও হামলার সাফাই গাইছে, কাতার এটিকে ‘বিশ্বাসঘাতকতা’ ও ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ বলে অভিহিত করেছে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি সতর্ক করে বলেছেন, এ হামলা দোহায় চলমান শান্তি আলোচনাকে গুরুতরভাবে ব্যাহত করতে পারে।

ট্রাম্প স্বীকার করেছেন, হামাসকে দুর্বল করা যৌক্তিক লক্ষ্য হলেও কাতারের ভেতরে আক্রমণ গ্রহণযোগ্য নয়। কারণ দেশটি যুক্তরাষ্ট্রের প্রধান অ-ন্যাটো মিত্র এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার বৃহত্তম সামরিক ঘাঁটি আল-উদেদের স্বাগতিক। সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও ইউরোপীয় ইউনিয়নও এই হামলার নিন্দা জানিয়েছে। এতে গাজায় যুদ্ধবিরতি ও সংঘাত নিরসনে ট্রাম্পের নেতৃত্বাধীন আলোচনার প্রচেষ্টা অনিশ্চয়তায় পড়েছে।

হামাস জানিয়েছে, দোহায় চালানো হামলায় তাদের পাঁচ সদস্য নিহত হয়েছেন, যাদের মধ্যে রাজনৈতিক ব্যুরোর আলোচক খলিল আল-হায়্যার ছেলে রয়েছেন। অন্যদিকে কাতার জানিয়েছে, তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর একজন সদস্য নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।

ট্রাম্প দাবি করেছেন, মার্কিন সেনারা আগে থেকেই হামলার সতর্কবার্তা পেয়েছিল, তবে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটনের সঙ্গে সমন্বয় করেছে কিনা তা স্পষ্ট নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, একটি সার্বভৌম রাষ্ট্র কাতারে এ ধরনের একতরফা হামলা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের লক্ষ্যকে এগিয়ে নিতে পারে না।

কাতারের প্রধানমন্ত্রী আল-থানি বলেন, হামলার আগে তারা কোনো সতর্কবার্তা পাননি। বরং বিস্ফোরণের সময় মার্কিন কর্মকর্তাদের ফোন পান। তিনি সতর্ক করে বলেন, কাতার এই নির্লজ্জ হামলার জবাব দেওয়ার অধিকার রাখে।

পরে ট্রাম্প কাতারের আমিরকে ফোনে আশ্বস্ত করেছেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও কথা বলেছেন।

আরো পড়ুন : দোহায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৬

সংবাদমাধ্যম রয়টার্সের তথ্যানুযায়ী, ইসরায়েল দাবি করেছে, হামলাটি শীর্ষ হামাস নেতাদের লক্ষ্য করে চালানো হয়েছিল। তবে তারা নিহত হয়েছেন কিনা তা নিশ্চিত নয়। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েল হামলার আগে যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল, তবে কোনো সমন্বয় বা অনুমোদন ছিল না।

এই আক্রমণের কয়েক ঘণ্টা আগে হামাসের সশস্ত্র শাখা আল-কাসসাম ব্রিগেড জেরুজালেমের উপকণ্ঠে এক বন্দুক হামলার দায় স্বীকার করে, যেখানে ছয়জন নিহত হন। পরে এক ভাষণে নেতানিয়াহু বলেন, সন্ত্রাসী নেতাদের সুরক্ষা দেওয়ার দিন শেষ। তিনি জানান, জেরুজালেম হামলা ও গাজায় চার সেনার নিহত হওয়ার প্রতিশোধ হিসেবেই কাতারে এ হামলা চালানো হয়েছে।

তবে বিশ্বজুড়ে এর ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন একে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলেছে। সংযুক্ত আরব আমিরাত এটিকে ‘নির্লজ্জ ও কাপুরুষোচিত’ আখ্যা দিয়েছে। পোপ লিও বলেছেন, পরিস্থিতি অত্যন্ত গুরুতর। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও ক্ষোভ প্রকাশ করেছেন এবং কাতারের মধ্যস্থতাকারী ভূমিকার প্রশংসা করেছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের প্রায় দুই বছরের সামরিক অভিযানে ৬৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। গবেষক ও অধিকারকর্মীরা একে ‘গণহত্যা’ বলছেন। ইতোমধ্যেই আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছাত্রদল প্রার্থীদের পক্ষে পোস্ট : ব্রাহ্মণবাড়িয়ার ওসি প্রত্যাহার

ছাত্রদল প্রার্থীদের পক্ষে পোস্ট : ব্রাহ্মণবাড়িয়ার ওসি প্রত্যাহার

পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার জব্দ

পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার জব্দ

ডাকসু নির্বাচনে ২৩ পদে জয় শিবিরের

ডাকসু নির্বাচনে ২৩ পদে জয় শিবিরের

শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা, সবাই একসঙ্গে কাজ করব

সাদিক কায়েম শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা, সবাই একসঙ্গে কাজ করব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App