×

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়াজুড়ে ফিলিস্তিনিদের সমর্থনে লাখো মানুষের বিক্ষোভ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ০৯:৩৬ এএম

অস্ট্রেলিয়াজুড়ে ফিলিস্তিনিদের সমর্থনে লাখো মানুষের বিক্ষোভ

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া নিয়ে ইসরায়েলের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই অস্ট্রেলিয়াজুড়ে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। 

রোববার (২৪ আগস্ট) অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে ফিলিস্তিনিদের সমর্থনে ওই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। খবর স্কাই নিউজ ও রয়টার্সের।

ফিলিস্তিনিপন্থি অধিকার সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ বলেছে, অস্ট্রেলিয়াজুড়ে অন্তত ৪০টির বেশি স্থানে বিক্ষোভ হয়েছে।

সিডনি, ব্রিসবেন ও মেলবোর্নসহ বড় শহরগুলোতে ব্যাপক ভিড় দেখা গেছে। সংগঠকরা দাবি করেছেন, অস্ট্রেলিয়াজুড়ে বিক্ষোভে প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষ অংশ নেন। এর মধ্যে শুধু ব্রিসবেনেই প্রায় ৫০ হাজার মানুষ যোগ দিয়েছেন।

তবে ব্রিসবেনে বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় ১০ হাজার ছিল বলে সেখানকার পুলিশ জানিয়েছে। সিডনি ও মেলবোর্নের পুলিশ বিক্ষোভকারীদের বিষয়ে আনুষ্ঠানিক কোনও পরিসংখ্যান প্রকাশ করেনি।

সিডনিতে বিক্ষোভের আয়োজক জশ লিস বলেন, গাজায় গণহত্যার অবসান এবং সরকারকে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানাতে অস্ট্রেলিয়রা রাস্তায় নেমেছেন।

বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা হাতে ‌‌‘‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’’স্লোগান দিয়েছেন।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার ইহুদিদের সংগঠন এক্সিকিউটিভ কাউন্সিল অব অস্ট্রেলিয়ান জিউরির সহ-প্রধান নির্বাহী অ্যালেক্স রিভচিন স্কাই নিউজকে বলেছেন, এই ধরনের বিক্ষোভ একটি অনিরাপদ পরিবেশ তৈরি করছে এবং এগুলো হওয়া উচিত নয়।

অস্ট্রেলিয়ায় ফিলিস্তিনিদের সমর্থনে এমন এক সময়ে এই বিক্ষোভ অনুষ্ঠিত হলো যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের প্রকাশ্যে টানাপোড়েন দেখা গেছে। 

অস্ট্রেলিয়ার সরকারের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আলবানিজকে ব্যক্তিগত আক্রমণ পর্যন্ত করেছেন নেতানিয়াহু।

আরো পড়ুন : যুক্তরাষ্ট্রের কাছে মাথানত করবে না ইরান: খামেনি

আলবানিজের লেবার সরকার গত ১১ আগস্ট শর্তসাপেক্ষে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। এর আগে ফ্রান্স, ব্রিটেন ও কানাডা একই ধরনের পদক্ষেপ নেয়। 

ঘোষণার কয়েক দিন আগে হাজার হাজার মানুষ সিডনির বিখ্যাত হারবার ব্রিজজুড়ে গাজায় শান্তি ও সহায়তা পাঠানোর দাবিতে মিছিল করেছিলেন।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, প্রায় দুই বছর আগে হামাসের হামলার জেরে গাজায় শুরু করা ইসরায়েলি যুদ্ধে এখন পর্যন্ত ৬২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। 

আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন সতর্ক করে দিয়ে বলছে, ইসরায়েল ত্রাণ আটকে দেওয়ায় খাদ্য সংকটের কারণে গাজায় ব্যাপক দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিয়ে নয়, সন্তানদের জন্য মা খুঁজছেন হিরো আলম

বিয়ে নয়, সন্তানদের জন্য মা খুঁজছেন হিরো আলম

জুলাই সনদে স্বাক্ষর না করার কারণ জানাল এনসিপি

জুলাই সনদে স্বাক্ষর না করার কারণ জানাল এনসিপি

মৃত্যুদণ্ডের মুখে শেখ হাসিনা

টেলিগ্রাফের প্রতিবেদন মৃত্যুদণ্ডের মুখে শেখ হাসিনা

জুলাই সনদ বাংলাদেশের রাজনৈতিক ঐক্য ও সংস্কারে অগ্রগতি: ইইউ

জুলাই সনদ বাংলাদেশের রাজনৈতিক ঐক্য ও সংস্কারে অগ্রগতি: ইইউ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App