×

আওয়ামী লীগ

ছাত্রলীগের ২২ নেতাকর্মীর আত্মসমর্পণ, ১৬ জনের জামিন

Icon

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ০৮:১৩ পিএম

ছাত্রলীগের ২২ নেতাকর্মীর আত্মসমর্পণ, ১৬ জনের জামিন

ছবি: ভোরের কাগজ

সিলেটের বিশ্বনাথে গত ৪ আগস্ট আল হেরা শপিং সিটিতে হামলা ও ভাঙচুরের মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিশ্বনাথ উপজেলার ২২ নেতাকর্মী। রবিবার (২৯ ডিসেম্বর) আত্মসমর্পণের পর শুনানি শেষে ১৬ জনকে জামিন এবং ৬ জনকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১ এর বিচারক ধ্রুব জ্যোতি পাল।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল)। শুনানীতে আসামি পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন- অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, অ্যাডভোকেট মিনহাজ গাজি ও অ্যাডভোকেট মাহমুফুর রহমান।

জেল হাজতে পাঠানো নেতাকর্মীরা হলেন- রাজন আহমেদ অপু, জাকির হোসেন, কয়েস আহমেদ, মাসুদ আহমেদ রিপন, আবুল মিয়া ও ইমন আহমদ।

আরো পড়ুন: ‘এদেশের জন্য শেখ হাসিনাই উপযুক্ত’, ড. ইউনূসের মন্তব্য নিয়ে যা জানা যাচ্ছে

জামিন প্রাপ্তরা হলেন- বিশ্বনাথের জানাইয়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে সালেহ আহমদ রাজন, একই গ্রামের সমুজ আলীর ছেলে নাসির মিয়া, শফিক মিয়ার ছেলে কামরান আহমদ, আজিজুলের ছেলে নাহিদ আহমদ, আব্দুল আহমদের ছেলে ইসলাম আহমদ, হৃদয়পুর গ্রামের রুকন আলীর ছেলে আব্দুল বাতেন, একই গ্রামের শাহজাহান সিরাজের ছেলে রেজা মিয়া, নতুন বাজার এলাকার হেলাল আহমদ, জানাইয়া গ্রামের সমুজ আলীর ছেলে আবুল মিয়া, কামালপুর গ্রামের তোরাব আলীর ছেলে রাসেল আলী, নতুন বাজার এলাকার হাবিবুর রহমান হাবিব, জানাইয়া গ্রামের এলাই মিয়ার ছেলে জাকির মিয়া, একই গ্রামের রইস আলীর ছেলে আফিজ আলি, ঘাইয়াঘাইর গ্রামের নীরেশ বর্ধনের ছেলে মিঠুন বর্ধন, দক্ষিণ মসুলা গ্রামের অজফর আলীর ছেলে জমির আলী ও দৌলতপুর গ্রামের আলী আকবর মিলনের ছেলে ইমরান আহমদ।

অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) জানান, এ মামলায় আত্মসমর্পণ করা বিশ্বনাথ ছাত্রলীগের ২২ নেতাকর্মী জামিন চাইলে আদালত ১৬ জনকে জামিন মঞ্জুর করেন এবং ৬ জনকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। এ মামলায় আগে ৫ জন গ্রেপ্তার করা হয়েছে ও ৪ জন জামিনে আছেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

বাংলাদেশে দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়া হবে: হাসনাত

বাংলাদেশে দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়া হবে: হাসনাত

হাদি আমার সন্তানতূল্য, প্রতিদ্বন্দ্বী নন: মির্জা আব্বাস

হাদি আমার সন্তানতূল্য, প্রতিদ্বন্দ্বী নন: মির্জা আব্বাস

হাদির বর্তমান অবস্থা সম্পর্কে যা জানালো মেডিকেল বোর্ড

হাদির বর্তমান অবস্থা সম্পর্কে যা জানালো মেডিকেল বোর্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App