×

ব্যাংক

২০২৬ সালে ব্যাংক বন্ধ থাকবে যতদিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৫:২২ পিএম

২০২৬ সালে ব্যাংক বন্ধ থাকবে যতদিন

ছবি : সংগৃহীত

আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের জন্য ব্যাংক খাতের ছুটির তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সূচি অনুযায়ী, দেশের সব তফসিলি ব্যাংক ২৮ দিন ছুটি পালন করবে। রোববার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইড সুপারভিশন থেকে তালিকাটি প্রকাশ করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

ঘোষিত তালিকা অনুযায়ী, আগামী বছরের প্রথম সরকারি ছুটি হবে শবে-বরাত উপলক্ষে। ৪ ফেব্রুয়ারি একদিন ব্যাংক বন্ধ থাকবে। একই মাসে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ব্যাংক বন্ধ থাকবে। শবে কদর উপলক্ষে ১৭ মার্চ একদিন ছুটি থাকবে।

জুমাতুল বিদা ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৯ থেকে ২৩ মার্চ পাঁচ দিন ব্যাংক বন্ধ থাকবে। ঈদের আগের দুদিন, ঈদের দিন ও পরের দুদিন মিলিয়ে মোট পাঁচ দিনের ছুটির মধ্যে দুদিন সাপ্তাহিক ছুটি পড়েছে।

আরো পড়ুন : ধসের মুখে ইসলামী ব্যাংকও

পরবর্তী ছুটির মধ্যে রয়েছে, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস। চৈত্র সংক্রান্তি উপলক্ষে ১৩ এপ্রিল (শুধু রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য এলাকার জন্য) এবং ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে ছুটি থাকবে। মে দিবস ও বুদ্ধপূর্ণিমা উপলক্ষে ১ মে ব্যাংক বন্ধ থাকবে।

ঈদুল আজহা উপলক্ষে ২৬ থেকে ৩১ মে পর্যন্ত পাঁচ দিন ব্যাংক বন্ধ থাকবে, যার মধ্যে দুদিন সাপ্তাহিক ছুটি। আশুরা উপলক্ষে ২৬ জুন, ব্যাংক হলিডে ১ জুলাই, ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.), ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমী, ২০ ও ২১ অক্টোবর দুর্গাপূজা, ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর বড়দিন এবং ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডেতে ব্যাংক বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের চলতি বছরের ৯ নভেম্বরের প্রজ্ঞাপনের ভিত্তিতেই তফসিলি ব্যাংকগুলোর ছুটির এই তালিকা কার্যকর হবে।

উল্লেখ্য, ২০২৪ সালে ব্যাংক খাতে ২৪ দিনের ছুটি ছিল, আর ২০২৫ সালে ছুটি বেড়ে হয় ২৬ দিন। আগামী বছর তা আরো বেড়ে দাঁড়ালো ২৮ দিনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এফআইসিসিআই সাসটেইনেবিলিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৫ পেল রবি

এফআইসিসিআই সাসটেইনেবিলিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৫ পেল রবি

‘শিল্প-সাহিত্যে মাদরাসা শিক্ষার্থীদের নেতৃত্বে আসতে হবে’

‘শিল্প-সাহিত্যে মাদরাসা শিক্ষার্থীদের নেতৃত্বে আসতে হবে’

জেসিআই ঢাকা ইউনাইটেডের সাধারণ অধিবেশন ২৫ নভেম্বর

জেসিআই ঢাকা ইউনাইটেডের সাধারণ অধিবেশন ২৫ নভেম্বর

৪০ বছর আগে ইউরোপে দুই বন্ধুর শরৎকালীন ট্রেন ভ্রমণ

প্রেম, প্রকৃতি ও অপ্রত্যাশিত সাক্ষাৎ ৪০ বছর আগে ইউরোপে দুই বন্ধুর শরৎকালীন ট্রেন ভ্রমণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App