নির্বাচনের মাধ্যমেই সঠিক পথে দেশ এগিয়ে যাবে: ফখরুল

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ০১:০৮ পিএম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের রাজনৈতিক অচলাবস্থা নিরসনের একমাত্র পথ নির্বাচন, আর সেই নির্বাচন আয়োজন করবে অন্তর্বর্তী সরকার।
মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, আগামী ফেব্রুয়ারির মধ্যেই সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে বলে আশাবাদী বিএনপি, যা দেশকে সঠিক পথে এগিয়ে নিতে সহায়তা করবে।
সোমবার (৭ জুলাই) সকালে সিলেট আগমন উপলক্ষে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, বিএনপি চায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। এই সংকট নিরসনের একমাত্র পথ নির্বাচন। ফেব্রুয়ারির মধ্যে আমরা সেই নির্বাচন প্রত্যাশা করছি। নির্বাচনের মাধ্যমেই দেশ আবার গণতন্ত্রের পথে ফিরে আসবে।
আরো পড়ুন : ঐকমত্য কমিশনের কার্যক্রম নিয়ে আগ্রহের পাশাপাশি হতাশাও রয়েছে
তিনি আরো বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও শহীদদের রক্তের মূল্য দিতে হলে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই ছাড়া কোনো পথ নেই।
সোমবার সকাল ৯টা ২৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট পৌঁছান মির্জা ফখরুল। এরপর সোজা যান হযরত শাহজালাল (র.) ও শাহপরান (র.) মাজার জিয়ারতে।
দুপুরে সিলেট জেলা বিএনপির আয়োজনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদদের পরিবারের সম্মানে আয়োজিত বিশেষ এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।
সিলেট সফরের অংশ হিসেবে তিনি যোগ দেবেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিকের উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে। এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায়।