×

বিএনপি

আল্লাহ ছাড়া কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ০৪:০১ পিএম

আল্লাহ ছাড়া কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন ঠেকাতে পারবে না কেউ, শুধুমাত্র আল্লাহ চাইলে তা ঠেকবে।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া মাঠে জেলা বিএনপির দীর্ঘ ১১ বছর পর আয়োজিত সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চললেও আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন সম্পন্ন হবে। আর নির্বাচনে অতন্দ্র পাহারা দেবেন এ দেশের জনগণ।

আরো পড়ুন : সার্বিক পরিস্থিতি নিয়ে ডিএমপির জরুরি বৈঠক

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ আলমগীর, জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালসহ কেন্দ্রীয় নেতারা।

জানা গেছে, সম্মেলনে জেলার ১০ উপজেলা ও ৫ পৌরসভা মিলে মোট ১৫ ইউনিটের প্রত্যেকটির ১০১ জন করে সর্বমোট ১ হাজার ৫১৫ জন কাউন্সিলর অংশ নিয়েছেন। তারা প্রত্যক্ষ ভোটে জেলা বিএনপির সভাপতি ও সম্পাদক নির্বাচন করবেন।

দ্বিতীয় অধিবেশনে ভোটগ্রহণের মাধ্যমে সভাপতি পদে দুজন প্রার্থী এবং সম্পাদক পদে তিনজন প্রার্থীর মধ্যে থেকে যথাক্রমে একজন সভাপতি ও একজন সম্পাদক নির্বাচিত হবেন।

সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামলা প্রসঙ্গে যা বলছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা

হামলা প্রসঙ্গে যা বলছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ

পুলিশ পাহাড়ায় সমাবেশস্থল ছাড়লেন কাদের সিদ্দিকী

পুলিশ পাহাড়ায় সমাবেশস্থল ছাড়লেন কাদের সিদ্দিকী

৩০ আগস্ট ২০২৫, একনজরে সারাদিন

৩০ আগস্ট ২০২৫, একনজরে সারাদিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App