গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান রিজভীর
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ০২:৪৮ পিএম
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : ভোরের কাগজ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সমাজ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয়। যদি কেউ বিএনপির নাম ব্যবহার করে অপকর্মে জড়ায়, তাদের কোনো ছাড় নেই। তিনি গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহবান জানান।
শনিবার (১ নভেম্বর) দুপুরে নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন রিজভী।
রিজভী বলেন, কোনো কিছু ঘটলেই বিএনপির উপর দায় চাপানো যেন কারো অভ্যাসে পরিণত হয়েছে। সমাজবিরোধী কাজে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা জরুরি। সরকার কেনো ব্যবস্থা নিচ্ছে না, বরং ঢিলেঢালা মনোভাব লক্ষ্য করা যাচ্ছে।
আরো পড়ুন : গণভোটে টালমাটাল রাজনীতি
রাউজানে অস্ত্রসহ গ্রেপ্তারকৃতদের উদাহরণ তুলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, কিছু গণমাধ্যমে বলা হলো গ্রেপ্তারকৃতরা বিএনপির লোক। কোনো প্রমাণ ছাড়া এমন খবর প্রকাশ করা দুঃখজনক। একই সঙ্গে রাউজানে বিভিন্ন অভিযোগে অনেক সিনিয়র নেতার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
রিজভী বলেন, বিএনপি ১৫ বছরের অত্যাচার ও অবিচার থেকে মুক্তির জন্য সংগ্রাম করেছে, যা জুলাই–আগস্টে চূড়ান্ত রূপ নিয়েছে। তবে এখনও জনগণ সম্পূর্ণ আতংকমুক্ত নয়।
তিনি আইনশৃঙ্খলা ও বাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, নিত্যপণ্যের কৃত্রিম সংকট এবং গমের মূল্য বৃদ্ধিতে সরকার কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। জনগণকে নিরাপদ রাখার দায়িত্ব সরকারের। এতে ব্যর্থ হলে সামাজিক অস্থিরতা ও দূর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে।
