হাসপাতালে কিয়ারা, উৎকণ্ঠায় সিদ্ধার্থ

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১০:০৫ এএম

সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি। ছবি : সংগৃহীত
জীবনের নতুন অধ্যায়ে পা দিতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। মা হতে চলেছেন তিনি। তবে সন্তানের আগমনের অপেক্ষার মাঝেই হাসপাতালের শরণাপন্ন হতে হলো তাকে।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সম্প্রতি ঢিলেঢালা হলুদ শার্ট পরে স্বামী সিদ্ধার্থ মালহোত্রা ও শাশুড়ির সঙ্গে হাসপাতালে পৌঁছান কিয়ারা। হাসপাতালে প্রবেশের সময় সঙ্গে ছিল ছাতা, যে কারণে হাসপাতালে ঢোকার সময় তার মুখ দেখা যায়নি।
কিয়ারা হাসপাতালে পৌঁছানোর সময় সিদ্ধার্থের মুখে স্পষ্ট ছিল উদ্বেগের ছাপ। শোনা যাচ্ছে, সন্তান জন্মদানের দিন ঘনিয়ে আসায় পরিবারের সবাই এখন হাসপাতালে কিয়ারার পাশে। ইতোমধ্যে মুম্বাইয়ের হাসপাতালে উপস্থিত হয়েছেন কিয়ারার মা। হাসপাতালের বাইরে দেখা গেছে কিয়ারার বাবাকেও।
আরো পড়ুন : বলিউডে এসেই ঝড় তুললেন শানায়া কাপুর
গত মার্চে জানা যায়, প্রথম সন্তানের মা হতে চলেছেন কিয়ারা। বেবিমুনের ছবিতে এই সুখবর আরো স্পষ্ট হয়। তখন থেকেই বাইরে বের হলে ছাতা দিয়ে নিজেকে ঢেকে রাখছেন তিনি।
দীর্ঘ প্রেমের পর ২০২৩ সালে গাঁটছড়া বাঁধেন সিদ্ধার্থ ও কিয়ারা। প্রেমের সম্পর্ক নিয়ে বহুদিন গোপনীয়তা রক্ষা করলেও শেষ পর্যন্ত করণ জোহরের এক টক শো-তে তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে।
এখন ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলিউডের এই তারকা জুটির নতুন অতিথির জন্য।