×

বলিউড

কার সঙ্গে প্রেমের দৃশ্যে অভিনয়ে অস্বস্তি, জানালেন সালমান খান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ০১:১৯ পিএম

কার সঙ্গে প্রেমের দৃশ্যে অভিনয়ে অস্বস্তি, জানালেন সালমান খান

বলিউড ভাইজান সালমান খান। ছবি : সংগৃহীত

বড় পর্দার ‘ভাইজান’ সালমান খানকে বলিউডে ভয়হীন ও আত্মবিশ্বাসী চরিত্র হিসেবেই চেনেন সবাই। কিন্তু পর্দার রোমান্টিক দৃশ্যে যখন পাশে ছিলেন বন্ধুর মেয়ে, তখন ঠিক সেভাবে স্বচ্ছন্দ ছিলেন না তিনি। সোনম কাপূরের সঙ্গে অভিনয়ের সময় নিজেই স্বীকার করেছিলেন সেই অস্বস্তির কথা।

২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিতে সোনম কাপূরের বিপরীতে অভিনয় করেন সালমান খান। ছবিটি পরিচালনা করেন সুরজ বরজাতিয়া। যদিও এই ছবির রোমান্টিক দৃশ্যগুলিতে অভিনয় করা নিয়ে শুরুতে বেশ দ্বিধায় ছিলেন সালমান। কারণ সোনম ছিলেন তাঁর পুরনো বন্ধু অনিল কপূরের মেয়ে, যাঁর সঙ্গে সালমান বহুদিন ধরে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন ‘বিবি নম্বর ওয়ান’, ‘নো এন্ট্রি’-র মতো ছবিতে। ফলে অনিলের কন্যা সোনমকে নিজের 'ভাইঝি' বলেই মনে করতেন তিনি।

সালমান এক সাক্ষাৎকারে বলেন, আমি সত্যি বলতে সোনমের সঙ্গে অভিনয় করতে চাইনি। পাঁচ মাস ধরে দ্বিধায় ছিলাম। পরে পরিচালক সুরজ বরজাতিয়া বুঝিয়ে রাজি করান। সুরজের ছবিতে প্রেমের দৃশ্য ভিন্ন ধরনের হয়, যা অনেক বেশি মার্জিত ও আবেগপ্রবণ। এ কারণে এই কাজটি আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। সোনম চরিত্রের জন্য পারফেক্ট ছিল।

আরো পড়ুন : বিরাট না কি আবদুল রাজ্জাক, কার সঙ্গে সম্পর্কে ছিলেন তামান্না!

এই প্রসঙ্গে সোনম কাপূরও একবার খোলাখুলি বলেন, সালমানের মধ্যে আমার সঙ্গে অভিনয় নিয়ে একটা জড়তা ছিল। কারণ, উনি আমার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু। ছোটবেলা থেকেই দেখেছি তাঁরা একসঙ্গে কাজ করছেন। তাই আমার সঙ্গে প্রেমের দৃশ্যে অভিনয় করাটা তাঁর কাছে সহজ ছিল না। তবে আমি একটুও অস্বস্তি বোধ করিনি। বরং ওর সঙ্গে কাজ করে দারুণ লেগেছে।

উল্লেখ্য, সালমান খান বরাবরই বয়সে অনেক ছোট অভিনেত্রীদের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন। এ কারণে মাঝেমধ্যেই সমালোচনার মুখে পড়েছেন তিনি। তবে নিজের সীমারেখা সম্পর্কে তিনি সবসময় সচেতন থেকেছেন। পর্দায় কখনও চুম্বন দৃশ্যে অভিনয় করেননি এবং বাস্তব জীবনে সহ-অভিনেত্রীদের সঙ্গে পেশাদার দূরত্ব বজায় রেখেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুক্তরাষ্ট্রে অবতরণের সময় বিমান বিধ্বস্ত, সব যাত্রী নিহত

যুক্তরাষ্ট্রে অবতরণের সময় বিমান বিধ্বস্ত, সব যাত্রী নিহত

এনসিপির ৫ শীর্ষ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কক্সবাজার ভ্রমণ এনসিপির ৫ শীর্ষ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

‘জুলাই ঘোষণাপত্র’ নতুন গণতান্ত্রিক বাংলাদেশের রূপান্তরের শুরু : ফখরুল

‘জুলাই ঘোষণাপত্র’ নতুন গণতান্ত্রিক বাংলাদেশের রূপান্তরের শুরু : ফখরুল

বিতর্কিত ৩ নির্বাচনের ম্যাজিস্ট্রেটদের তালিকা নিচ্ছে ইসি

বিতর্কিত ৩ নির্বাচনের ম্যাজিস্ট্রেটদের তালিকা নিচ্ছে ইসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App