×

প্রবাস

নিউইয়র্কে ৩৬টি শারদীয় দুর্গোৎসব

কোথাও শেষ কোথাও শুরু, আকর্ষণ টাইমস স্কয়ায়

Icon

অভিজিৎ ভট্টাচার্য্য, নিউইয়র্ক থেকে

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০ পিএম

কোথাও শেষ কোথাও শুরু, আকর্ষণ টাইমস স্কয়ায়

নিউইয়র্কের ফ্লোরাল পার্কের বাংলাদেশ বেদান্ত সোসাইটির দুর্গাপূজা পালিত। ছবি: ভোরের কাগজ

নিউইয়র্কের ফ্লোরাল পার্কের বাংলাদেশ বেদান্ত সোসাইটির দুর্গাপূজা গত শনি ও রবিবারে পালিত হয়েছে। আবার জ্যাকসন হাইটসে অবস্থিত সত্যনারায়ণ মন্দিরের দুর্গাপূজা চলবে পুরো পাঁচদিনই। এভাবেই নিউইয়র্কে কোথাও পূজা শেষ আবার কোথাও পূজা শুরু। তবে সব পূজায়ই ধর্মীয় ভারগাম্ভীর্য থাকে। পাশাপাশি থাকে প্রসাদ। চলে সাংস্কৃতিক অনুষ্ঠানও। 

এই শুরু ও শেষের মধ্যেই পক্ষকালজুড়ে নিউইয়র্কে চলে শারদীয় দুর্গোৎসব। পূজাকে কেন্দ্র করে পুরো শহর মেতে উঠেছে উৎসবের আমেজে। এবছর প্রায় ৩৬টি বেশি মন্দির ও মন্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। পূজাগুলোতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণিপেশার মানুষ আসেন। যারা অন্যধর্মের তারা আসেন মূলত সবার সঙ্গে দেখা করতে। তবে এখানকার আকর্ষণীয় পূজা টাইমস স্কয়ারের মুক্ত মঞ্চে। এই মঞ্চে দুটো পূজা হচ্ছে। এর মধ্যে একটি ১ ও ২ অক্টোবর এবং পরেরটি আগামী ৩ ও ৪ অক্টোবর। মূলত দ্বিতীয়বারের মতো এই পূজা অনুষ্ঠিত হবে। টাইমস স্কয়ারের পূজাকমিটির সভাপতিকে এরই মধ্যে শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।  

জানতে চাইলে যুক্তরাষ্ট্র হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি ড. দ্বিজেন ভট্টাচার্য্য ভোরের কাগজকে বলেন, এখানে আগে কাজ, পরে পূজা। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিন শনি ও রবিবারে পূজার আয়োজন করা হয়। তবে এই ধারা এখন কিছুটা বদলাচ্ছে। বিশেষ করে মন্দিরগুলোতে তিথি অনুযায়ী ৫ দিনের পূজা আয়োজনই করা হয়। 

প্রবাসী বাঙালি কমিউনিটির পরিচিত মুখ পিয়াস কাঞ্চন দাস সুমন বলেন, প্রবাসে বসবাসরত বাঙালি হিন্দু সম্প্রদায়ের কাছে এই দুর্গোৎসব শুধু ধর্মীয় আচার নয়, বরং সামাজিক ও সাংস্কৃতিক মিলনমেলা। এই আয়োজন প্রবাসে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে আরো প্রাণবন্ত করে তুলে। 


কমিউনিটি লিডার ও টাইমস স্কয়ার পূজা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি শিতাংশু গুহ ভোরের কাগজকে বলেন, সেনাবাহিনীর প্রহরায় বাংলাদেশে ক্রান্তিপূর্ণ পূজা হচ্ছে। নিউইয়র্কে পূজায় এমনটি নেই। স্বতঃস্ফূর্ততা আছে। 

তিনি বলেন, নিউইয়র্কে ৩৬টি পূজার মধ্যে বাংলাদেশিদের পূজার সংখ্যাই বেশি। কয়েকটি পশ্চিমবঙ্গের। বাংলাদেশে থাকা হিন্দুদের সহমর্মিতা ধারণ করেই নিউইয়র্কে বাঙালিরা পূজা করছেন। এজন্য এখানকার কয়েকটি মন্ডপে ব্যানার ঝুলছে এবং তাতে লেখা রয়েছে, চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তি চাই। বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ চাই। টাইমস স্কয়ারের পূজা সম্পর্কে  শিতাংশু গুহ বলেন, এবার এখানে চারদিনে দুটো পূজা হবে। একটি আজ এবং আগামীকাল। পরেরটি ৩ ও ৪ অক্টোবর। 

সংশ্লিষ্টরা বলেছেন, গত বছর থেকে নিউইয়র্কে সবচেয়ে আকর্ষণীয় পূজা হয়ে উঠছিল টাইমস স্কয়ারের পূজা। এবছর আগামী ১ ও ২ অক্টোবর এই পূজা হওয়ার কথা ছিল। কিন্তু জাতিসংঘ অধিবেশন চলমান থাকায় দুদিন পিছিয়ে ৩ ও ৪ অক্টোবর পূজার সূচি ঠিক করা হয়েছে। 

প্রসঙ্গত, জাতিসংঘ সদর দপ্তরের পাশেই টাইমস স্কয়ারের অবস্থান। বেঙ্গলি ক্লাব ইউএসএ এবং হিন্দু কমিউনিটি অব নিউইয়র্কের আয়োজনে ৩ ও ৪ অক্টোবর দুই দিনব্যাপী চলবে এ উৎসব। ধারণা করা হচ্ছে, হাজারো বাঙালির পদচারণে মুখর হয়ে উঠবে ম্যানহাটনের প্রাণকেন্দ্র টাইমস স্কয়ার। আয়োজক সংগঠন বেঙ্গলি ক্লাবের প্রতিষ্ঠাতা এবং টাইমস স্কয়ার পূজা কমিটির সভাপতি দীনেশ চন্দ্র মজুমদার ভোরের কাগজকে বলেন, দুর্গাপূজা বিশ্ব ঐতিহ্যের অংশ ঘোষণা করেছে জাতিসংঘের অঙ্গসংগঠন ইউনেসকো। এ বিষয়টিকে সারা বিশ্বের মানুষকে জানানোর জন্যই টাইমস স্কয়ারে আমাদের এ ঐতিহাসিক আয়োজন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট, কানাডা, দুবাই ও পশ্চিমবঙ্গ থেকে আসবেন ভক্ত ও দর্শনার্থীরা। বিশ্বের বিভিন্ন দেশের মানুষ উপভোগ করবেন বাঙালি সংস্কৃতির গান বাজনা।

আয়োজক প্রতিষ্ঠান বেঙ্গলি ক্লাব ইউএসএ জানিয়েছে, এটি শুধু একটি ধর্মীয় পূজা নয়, বরং বিশ্বদরবারে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য প্রদর্শনী হতে যাচ্ছে। উৎসবকে কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। 

আয়োজকদের মতে, এবারের দুর্গাপূজা হবে শক্তির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি প্রবাসী বাঙালিদের ঐতিহ্য ও গৌরব প্রকাশের এক বিরল আয়োজন। গত শুক্রবার ম্যানহাটনের একটি রেস্তোরায় উৎসবের থিম সং উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন খ্যাতনামা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, কণ্ঠশিল্পী শুভ্র দেব এবং অভিনেতা জায়েদ খান। 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, টাইমস স্কয়ার দুর্গাপূজা এখন শুধু প্রবাসী বাঙালিদের নয়, বরং বৈশ্বিক অঙ্গনে বাঙালি সংস্কৃতির প্রতীক হয়ে উঠছে।

‘আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য এসো উদযাপন করি বিশ্বজুড়ে’ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ পূজা উৎসব ঘিরে ইতিমধ্যেই নিউ ইয়র্কের প্রবাসী বাঙালি কমিউনিটিতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। বেঙ্গলি ক্লাব ইউএসএ জানায়, এবারের অনুষ্ঠান হবে প্রবাসী বাঙালিদের গর্বের উৎসব এবং বিশ্বজুড়ে বাঙালি ঐতিহ্যের এক দৃষ্টিনন্দন প্রদর্শনী।

এদিকে, বেঙ্গলি ক্লাব ইউএসএ‘র আয়োজনে চারবারের মতো ‘ডাইভারসিটি প্লাজায় দুর্গা পূজা’ হচ্ছে। জ্যাকসন হাইটসের এই পূজার জন্য ইতোমধ্যে গোপাল স্যানালকে চেয়ারম্যান, সোমনাথ ঘোষকে প্রধান উপদেষ্টা, সনাতন শীলকে আহ্বায়ক ও উত্তম কুমার সাহাকে সদস্য সচিব করে ১০১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। উত্তর আমেরিকা হিন্দু কল্যাণ সংঘ আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ৫ দিনব্যাপী জ্যামাইকার ১৫০-২৫ হিলসাইড এভিনিউতে সার্ব্বজনীন শারদীয় দুর্গোৎসবের আয়োজন করেছে। 

চেয়ারম্যান শুভাশীষ নন্দী, সভাপতি উমেশ চন্দ্র পাল ও সাধারণ সম্পাদক স্বপন লাল দত্ত‘র নেতৃত্বে এই পূজা পরিচালিত হবে। ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ৫ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের আয়োজন করেছে শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ, ইউএসএ। জ্যামাইকার ৮৭-৩৫,১৬২ স্ট্রিটে শ্রীকৃষ্ণ মন্দিরে। এই পূজার আয়োজক কমিটিতে আছেন রূপ কুমার ভৌমিক, অজিত চন্দ্র, রবীন্দ্র কুমার শীল, অনিল চন্দ্র প্রমুখ।

নিউইয়র্কের বাঙালি সনাতনী সমাজে প্রাচীনতম পূজা সংগঠন বাংলাদেশ পূজা সমিতি অব নিউইয়র্কের সভাপতি রণজিৎ পুরকায়স্থ বিজু ভোরের কাগজকে বলেন, গত ৩৬ বছর ধরে নিউইয়র্কে এই সংগঠনের পূজা চলে আসছে। আগামী ৪ ও ৫ অক্টোবর এই সংগঠনের পূজা হবে। এবার পূজায় কলকাতা থেকে শিল্পী রথিজিৎ এবং সারেগামাপা খ্যাত শিল্পী অভিষেক এসে গান শুনাবেন। পূজায় বাজেট নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১০ হাজার ডলার।  

এছাড়া উডসাইডের গুলশান টেরেসে (৫৯-১৫ ৩৭ এভিনিউ, উডসাইড ) ১,২ ও ৩ অক্টোবর সার্বজনীন শারদীয়া দুর্গোৎসবের আয়োজন করেছে হিন্দু মিলন মেলা নিউইয়র্ক। এই পূজার সভাপতি আর সি দত্ত স্বপন ও অসীম দাসকে  সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়েছে। সনাতন সেবাশ্রম ফাউন্ডেশনের সার্বজনীন শারদীয় দুর্গোৎসব হবে ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ১১২-৪৪ ২০৯ ষ্ট্রীট মহাকালী মন্দিরে। কমিটির চেয়ারম্যান নীহার সরকার, সেক্রেটারী দীপঙ্কও রায় ও কোষাধ্যক্ষ উজ্জ্বল রায় জানান, এবারের পূজায় ব্যাপক কর্মসূচি গ্রহন করা হয়েছে। 

এছাড়া জ্যাকসন হাইটসের উডসাইট ৪০-২৩ ৭২ ষ্ট্রীটে ওম শক্তি মন্দির, সার্বজনীন পূজা উদযাপন পরিষদ ইউএসএ উডসাইডের দিব্যধাম মন্দিরে, হরিচাঁদ গুরুচাঁদ আন্তজাতিক মতুয়া মিশন, মহামায়া মন্দির, বাংলাদেশ সেবা সংঘ নিউইয়র্ক, সর্বজনীন হিন্দু পরিষদ, লং আইল্যান্ড নিউইয়র্ক, সনাতনী সংঘ লং আইল্যান্ড এবং দেবালয়সহ বিভিন্ন সনাতন সংগঠন দুর্গা পূজার আয়োজন করেছে।

এদিকে, বাংলাদেশ বেদান্ত সোসাইটি নিউ ইয়র্ক ইনক. আয়োজিত এই উৎসব ফ্লোরাল পার্কের গোল্ডেন ইয়ার্স পার্টি হলে দুই দিনব্যাপী চলে গত রবিবার শেষ হয়েছে। উৎসব চলাকালে প্রতিদিন দুপুর ১২টা ১৫ মিনিটে শুরু হয় পূজা আচার। এরপর হয় অঞ্জলি ও প্রসাদ বিতরণ।

দুই দিনব্যাপী এই মহোৎসবকে ঘিরে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে অংশ নেন বাংলাদেশি ও প্রবাসী শিল্পীরা। সাংস্কৃতিক পর্বে অংশ নেন টলিউড অভিনেত্রী পায়েল সরকার, সংগীতশিল্পী দেবরতি ভট্টাচার্য, শান্তনু ভৌমিক, শিবানী রায় ঘোষ, বিন্দু কণা, স্বপ্নীল সজীব, উদিপ্তসহ আরো অনেকে। এছাড়া ছিল বাফা ডান্স গ্রুপের বিশেষ পরিবেশনা। শিশু-কিশোর শিল্পীরাও সাংস্কৃতিক আয়োজনে গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করা হয়। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সভাপতি পূর্ণ চন্দ্র মুখার্জী এবং সাধারণ সম্পাদক রীনা সাহা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২ দিন ভারী বৃষ্টির শঙ্কা, বাড়তে পারে ৪ বিভাগের নদীর পানি

২ দিন ভারী বৃষ্টির শঙ্কা, বাড়তে পারে ৪ বিভাগের নদীর পানি

প্রথম প্রেমে পড়েছেন? যেসব বিষয়ে নজর রাখবেন

প্রথম প্রেমে পড়েছেন? যেসব বিষয়ে নজর রাখবেন

এনসিপি ও জাতীয় লীগকে নিবন্ধন দিচ্ছে ইসি

এনসিপি ও জাতীয় লীগকে নিবন্ধন দিচ্ছে ইসি

কোথাও শেষ কোথাও শুরু, আকর্ষণ টাইমস স্কয়ায়

নিউইয়র্কে ৩৬টি শারদীয় দুর্গোৎসব কোথাও শেষ কোথাও শুরু, আকর্ষণ টাইমস স্কয়ায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App