রাজনীতিতে আর টিকছে না মন, ফের অভিনয়ে ফিরছেন কঙ্গনা

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ০৯:৩৫ এএম

কঙ্গনা রনৌত। ছবি : সংগৃহীত
রাজনীতিতে মন টিকছে না, আগেই ইঙ্গিত দিয়েছিলেন বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রনৌত। তিনি জানিয়েছিলেন, রাজনীতিতে এত কাজ করতে হয় তা তাঁর ধারণাই ছিল না। তবে কি অতিষ্ঠ হয়ে ফের অভিনয়ে ফিরছেন তিনি?
কঙ্গনার শেষ কয়েকটি ছবি বক্স অফিসে সাফল্য না পেলেও তাঁর অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠেনি কখনও। ‘গ্যাংস্টার’, ‘ফ্যাশন’, ‘কুইন’, ‘তনু ওয়েডস মনু’র মতো ছবির জন্য তিনি বারবার প্রশংসিত হয়েছেন। এবার নাকি নিজেরই কিছু জনপ্রিয় ছবির সিকুয়েল নিয়ে অভিনয়ে ফিরতে চলেছেন অভিনেত্রী।
জানা গেছে, চলতি বছরের নভেম্বরে শুরু হবে ‘কুইন ২’-এর শুটিং। ইতোমধ্যেই ছবির চিত্রনাট্য প্রস্তুত এবং লন্ডনে রেকি চলছে। আগের ছবির মতো এবারও ভারত ও লন্ডনে শুটিং হবে।
বলিউডের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, কঙ্গনা প্রস্তুতি নিচ্ছেন ‘তনু ওয়েডস মনু’-এর তৃতীয় কিস্তি নিয়েও। ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ বক্স অফিসে হিট হয়েছিল। এবারও অভিনেত্রীর বিপরীতে থাকবেন আর মাধবন। শোনা যাচ্ছে, ‘কুইন ২’-এর কাজ শেষ হলেই শুরু হবে আনন্দ এল রাই পরিচালিত এ ছবির শুটিং, যা ২০২৬ সালে শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে এ নিয়ে এখনো মুখ খোলেননি কঙ্গনা বা নির্মাতারা কেউই।
২০২৪ সালে বিজেপির প্রার্থী হয়ে সাংসদ নির্বাচিত হন কঙ্গনা। কিন্তু মাত্র এক বছর পার হতেই রাজনীতি নিয়ে তাঁর আক্ষেপ স্পষ্ট হয়। নালা পরিষ্কার বা রাস্তা মেরামতের মতো সমস্যা নিয়ে সাধারণ মানুষ বারবার তাঁর দ্বারস্থ হচ্ছেন, যা কঙ্গনার কাছে বিরক্তিকর। পাশাপাশি সংসদ সদস্য হিসেবে আর্থিক দিক নিয়েও অসন্তুষ্ট তিনি। ভেবেছিলেন রাজনীতি সহজ হবে, কিন্তু ক্রমে বুঝেছেন তাঁর ধারণা ভুল। কঙ্গনার এই মন্তব্যে নাকি অস্বস্তিতে পড়েছিল বিজেপি শিবিরও।