ভক্তদের সুখবর দিলেন পরিণীতি চোপড়া

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩০ এএম

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া। ছবি : সংগৃহীত
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া গত আগস্টে ‘১+১=৩’ ক্যাপশনে ইনস্টাগ্রামে ছবি দিয়ে অন্তঃসত্ত্বা হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। এবার সেই ইঙ্গিত স্পষ্ট করলেন নিজের ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে, যেখানে তার বেবি বাম্প স্পষ্টভাবে ধরা পড়েছে।
প্রথমবারের মতো অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর এ ভিডিওতে ভক্তরা তার বর্তমান শারীরিক অবস্থা দেখতে পেলেন। প্রায় আট মাস পর তিনি নতুন ভিডিও নিয়ে ফিরলেন ইউটিউবে।
ভিডিওতে পরিণীতি বলেন, আট মাস আগে আমি এই চ্যানেল শুরু করি। তখন জানতাম না কী ধরনের ভিডিও দেব। তবে এবার থেকে এমন কনটেন্ট দেব, যা সবার মন জয় করবে।
তিনি জানান, ব্যক্তিগত জীবনের সবকিছু বা রান্না বিষয়ক কনটেন্ট না দিলেও তার ভিডিও ভক্তদের ভালো লাগবে বলে আশা করছেন।
প্রসঙ্গত, গত আগস্টে স্বামী রাঘব চাড্ডার সঙ্গে একটি ভিডিও ও ভ্যানিলা কেকের ওপর লেখা ‘১+১=৩’ শেয়ার করে প্রথমবার সুখবর জানান পরিণীতি। এরপর থেকেই শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন এই দম্পতি।