×

ক্যাম্পাস

ডাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০৯:০৭ এএম

ডাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ এর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ভোটার তালিকা অনুযায়ী এবার মোট ভোটার ৩৯ হাজার ৯৩২ জন। এরমধ্যে সর্বাধিক ভোটার রোকেয়া হলে ৫ হাজার ৬৭৬ জন। 

নির্বাচনের তফসিল অনুযায়ী বুধবার (৩০ জুলাই) এ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।  

ভোটার তালিকা অনুযায়ী ছাত্র ভোটার ২০ হাজার ৯০৪ জন ও ছাত্রী ভোটার ১৯ হাজার ২৮ জন। মোট ভোটারের ৪৭ শতাংশের বেশি ছাত্রী এবং ৫২ শতাংশের বেশি ভোটার ছাত্র।

ছাত্রী ভোটারদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে ভোটার ৫ হাজার ৬৭৬ জন, শামসুননাহার হলে ৪ হাজার ৯৮ জন, বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে ২ হাজার ১০৮ জন, কবি সুফিয়া কামাল হলে ৪ হাজার ৪৯৫ জন ও ফজিলাতুন্নেছা মুজিব হলে ২ হাজার ৬৫১ জন। 

আরো পড়ুন : ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ৯ সেপ্টেম্বর ভোট গ্রহণ

ছাত্র ভোটারদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে ১ হাজার ৩১৯ জন, কবি জসীমউদ্দিন হলে ১ হাজার ২৯৮ জন, জগন্নাথ হলে ২ হাজার ২৫৪ জন, শেখ মুজিবুর রহমান হলে ১ হাজার ৬০০ জন, শহীদুল্লাহ হলে ২ হাজার ১৭ জন, ফজলুল হক মুসলিম হলে ১ হাজার ৭৭৯ জন, বিজয় একাত্তর হলে ২ হাজার ১৩ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ১ হাজার ৭৩৫ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ১ হাজার ৯৬১ জন, সলিমুল্লাহ মুসলিম হলে ৫৫৯ জন, মাস্টারদা সূর্যসেন হলে ১ হাজার ৪৯৫ জন, স্যার এ এফ রহমান হলে ১ হাজার ৪৮০ জন, হাজি মুহাম্মদ মুহসীন হলে ১ হাজার ৩৯৪ জন। 

খসড়া ভোটার তালিকা এরইমধ্যে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে নোটিশ বোর্ডের টানানো হয়েছে। বিভাগ ও ইনস্টিটিউটগুলোতেও খসড়া ভোটার তালিকা পাঠানো হয়েছে। নির্বাচনের তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকায় নিয়ে কারো কোনো আপত্তি থাকলে আপত্তি জানানোর শেষ সময় আগামী ৬ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। এরপর আপত্তি যাচাই-বাছাই করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১১ আগস্ট বিকেল ৪টা।

আগামী ৯ সেপ্টেম্বর প্রথমবারের মতো হলের বাইরে ছয়টি কেন্দ্রে ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উত্তরখানে দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে এম কফিল উদ্দিন আহমেদ

উত্তরখানে দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে এম কফিল উদ্দিন আহমেদ

সিঙ্গাপুরে দ্বিতীয়বার প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলেন নাজমুল খান

সিঙ্গাপুরে দ্বিতীয়বার প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলেন নাজমুল খান

গাজা থেকে মাত্র ১৬০ কিলোমিটার দূরে সুমুদ ফ্লোটিলা

গাজা থেকে মাত্র ১৬০ কিলোমিটার দূরে সুমুদ ফ্লোটিলা

শেখ হাসিনাকে নিয়ে কী ভাবছে ভারত, জানালেন ড. ইউনূস

শেখ হাসিনাকে নিয়ে কী ভাবছে ভারত, জানালেন ড. ইউনূস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App