×

আন্তর্জাতিক

গাজা থেকে মাত্র ১৬০ কিলোমিটার দূরে সুমুদ ফ্লোটিলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১১:৩৫ পিএম

গাজা থেকে মাত্র ১৬০ কিলোমিটার দূরে সুমুদ ফ্লোটিলা

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে আর মাত্র ৯০ নটিক্যাল মাইল বা ১৬০ কিলোমিটার দূরে রয়েছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। বুধবার (১ অক্টোবর) সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে এটির আয়োজকরা।

বিশ্বের ৪০টি দেশের প্রায় ৫০০ অধিকারকর্মী ৪৫টি ছোটবড় জাহাজে করে গাজার দিকে ত্রাণ নিয়ে যাচ্ছেন। তারা শুধুমাত্র ত্রাণ নয় গাজা উপকূলে দখলদার ইসরায়েলের আরোপ করা অবৈধ নৌ অবরোধ ভাঙারও মিশন হাতে নিয়েছেন।

এক্সে এক পোস্টে আয়োজকরা বলেছেন, “আমরা উচ্চঝুঁকিপূর্ণ জোন দিয়ে যাচ্ছি। সতর্ক থাকুন। ইসরায়েলি সেনাবাহিনীর সারারাত ভীতি প্রদর্শনের কৌশল অবলম্বন করলেও আমরা সবাই শান্ত ছিলাম এবং সঠিক নিরাপত্তা পদ্ধতি মেনে এগিয়ে চলেছি। আপনাদের আমরা নিশ্চিত করতে চাই, এরআগে মাইদিন নামে জাহাজটি ইসরায়েলিরা যেখানে আটক করেছিল আমরা সেখান থেকে অনেক দূরে এগিয়ে গেছি।”

পোস্টে তারা আরও বলেছেন, “ইসরায়েলি হুমকি এবং হুমকি-ধমকির কৌশলে আমাদের পথ চলা আটকাবে না, আমরা অবিচলভাবে এগিয়ে চলেছি। আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে আপনার দেশের সরকারের ওপর চাপ প্রয়োগ করুন এবং ট্র্যাকার ও সরাসরি সম্প্রচারের মাধ্যমে নৌযানগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করুন।”

এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েনেত জানিয়েছে, ইসরায়েলি নৌবাহিনী জাহাজগুলো আটকের প্রস্তুতি নিচ্ছে। অধিকারকর্মীদের ওপর হামলা চালিয়ে জাহাজগুলো জব্দ করার পরিকল্পনা তাদের।

জাহাজগুলো জব্দের সময় অধিকারকর্মীদের মধ্যে হতাহতের ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা থেকে আসোদ বন্দরের আশপাশের হাসপাতালগুলোতে ব্যাপক প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে।

অপরদিকে তাদের আটকের জন্য আসোদ বন্দরে প্রায় ৫০০ পুলিশ সদস্য মোতায়েন করেছে ইসরায়েল।

সূত্র: আনাদোলু

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গাজা থেকে মাত্র ১৬০ কিলোমিটার দূরে সুমুদ ফ্লোটিলা

গাজা থেকে মাত্র ১৬০ কিলোমিটার দূরে সুমুদ ফ্লোটিলা

শেখ হাসিনাকে নিয়ে কী ভাবছে ভারত, জানালেন ড. ইউনূস

শেখ হাসিনাকে নিয়ে কী ভাবছে ভারত, জানালেন ড. ইউনূস

বাহিরের ইন্ধনে দুষ্কৃতকারীরা দুর্গাপূজা অস্থিতিশীল করার চেষ্টা করেছিল: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাহিরের ইন্ধনে দুষ্কৃতকারীরা দুর্গাপূজা অস্থিতিশীল করার চেষ্টা করেছিল: স্বরাষ্ট্র উপদেষ্টা

গিগাবাইট উন্মোচন করলো নতুন ২৭ ইঞ্চি গেমিং মনিটর

গিগাবাইট উন্মোচন করলো নতুন ২৭ ইঞ্চি গেমিং মনিটর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App